Wednesday, January 14, 2015

আমেরিকা ‘স্তম্ভিত’ ও ‘মর্মাহত’ :Natun Barta

ঢাকা: প্রাক্তন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সচিব রিয়াজ রহমানের ওপর হামলার ঘটনায় আমেরিকা স্তম্ভিত ও মর্মাহত। তার দ্রুত আরোগ্য কামনা করেছে দেশটি। বুধবার সকালে আমেরিকান সেন্টার থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়।
rve/www/delivery/avw.php?zoneid=822&cb=INSERT_RANDOM_NUMBER_HERE&n=adee8319' border='0' alt='' /> বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক বাংলাদেশে এমন গর্হিত ও কাপুরুষোচিত কাজের কোনো যৌক্তিকতা নেই।  রাজনৈতিক উদ্দেশ্যের কারণে সহিংসতাকে আমরা নিন্দা জানাই। আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই, এই ঘটনার তদন্ত করে জড়িতদের খুঁজে বের করে জবাবদিহিতার আওতায় আনার জন্য। সব পক্ষকে সহিংসতা পরিহারের আহ্বান জানিয়ে আমেরিকা বলে, আমরা সব দলকে সংযত আচরণ করতে এবং সহিংসতা ও ভীতিপ্রদর্শন থেকে বিরত থাকার আহ্বান জানাই।  আমরা সরকারকে আহ্বান জানাই জনগণের স্বাধীনভাবে শান্তিপূর্ণ রাজনৈতিক মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে।     প্রসঙ্গত, মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে ফিরে যাওয়ার সময় তার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানকে গুলি করেছে দুর্বৃত্তরা। পুড়িয়ে দেয়া হয়েছে তার গাড়ি। গুলিবিদ্ধ রিয়াজ রহমানকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। নতুন বার্তা/জবা


No comments:

Post a Comment