Sunday, January 11, 2015

আখেরি মোনাজাতে উঠেছে লাখো হাত :Natun Barta

ঢাকা: বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত চলছে। এতে শরিক হয়েছেন লাখ লাখ মানুষ। মোনাজাত পরিচালনা করছেন দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ। রোববার বেলা সোয়া ১১টার দিকে মোনাজাত শুরু হয়। আখেরি মোনাজাতে অংশ নিতে লাখো মুসল্লির পদভারে মুখরিত হয়ে উঠেছে টঙ্গীর তুরাগ তীর। যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। ইজতেমা ময়দানে দেশ বিদেশের তাবলিগ জামাতের মুরব্বি ও আলেমরা বয়ান করেন। তারা দ্বীনি আমল, আখলাক নিয়ে আলোচনা
করছেন। মনোযোগ সহকারে শুনেন উপস্থিত লাখো মুসল্লি। এর আগে, আখেরি মোনাজাতে অংশ নিতে শনিবার রাত থেকেই ঢাকা ও এর আশপাশ ছাড়াও বিভিন্ন স্থান থেকে নতুন করে ধর্মপ্রাণ মুসল্লিরা আসেন টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে। গভীর রাত পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকার রাস্তায় মুসল্লিরা অপেক্ষা করেন ইজতেমাগামী যানবাহনের জন্য। তীব্র শীত উপেক্ষা করেই বাস এবং খোলা পিকাপে করেই বিভিন্ন এলাকা থেকে যাত্রা করেন মুসল্লিরা। নতুন বার্তা/জবা


No comments:

Post a Comment