Sunday, December 21, 2014

মিশরের বিলুপ্ত সংসদের কার্যক্রম শুরু:Time News

মিশরের বিলুপ্ত সংসদের কার্যক্রম শুরু আন্তর্জাতিক ডেস্ক টাইম নিউজ বিডি, ২১ ডিসেম্বর, ২০১৪ ১২:০৭:২৪ মিশরের ২০১২ সালের বিলুপ্ত সংসদকে বৈধ হিসেবে দাবি করে তুরস্কের ইস্তাম্বুলে অধিবেশন করেছে ইখওয়ানুল মুসলিমিন। মিশরের সিসি সরকারের পতন না হওয়া পর্যন্ত এখন থেকে ইস্তাম্বুলেই সংসদের কার্যক্রম পরিচালিত হবে। গতকাল ২০ ডিসেম্বরের অধিবেশনে ওই সংসদের বহু সদস্য অংশ নিয়েছেন। তারা বলেছেন- এ অধিবেশনের মাধ্যমে সংসদের
কার্যক্রম নতুন করে শুরু হলো এবং মিশরের সরকারের পতন না হওয়া পর্যন্ত ইস্তাম্বুলেই সংসদের কার্যক্রম পরিচালিত হবে। তারা জোর দিয়ে বলেন, মিশরের বর্তমান সরকার অবৈধ এবং তারা যেসব সিদ্ধান্ত নিচ্ছে সেগুলোরও কোনো মূল্য নেই। মিশরের সর্বোচ্চ সামরিক পরিষদ ২০১২ সালে দেশটির সংসদের নিম্নকক্ষ এবং ২০১৩ সালে উচ্চকক্ষ ভেঙে দেয়। কিন্তু ওই সংসদের সদস্যরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলেন। এ কারণে তারা এখন তাদেরকে বৈধ সাংসদ হিসেবে মনে করেন। মিশরের ২০১২ সালের বিলুপ্ত সংসদের কার্যক্রম শুরুর ঘোষণাকে দেশটির বর্তমান প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি’র বিরুদ্ধে ইখওয়ানুল মুসলিমিনের নতুন করে আন্দোলন জোরদারের ইঙ্গিত হিসেবে দেখছেন সবাই।তেহরান রেডিও ইআর  


No comments:

Post a Comment