Sunday, December 14, 2014

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি খালেদার শ্রদ্ধা:Time News

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি খালেদার শ্রদ্ধা স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১৪ ডিসেম্বর, ২০১৪ ১০:২২:৫৮ একাত্তরের মহান মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার সকাল পৌনে ১০টার পরে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে তিনি এ শ্রদ্ধা জানান। তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এমকে আনোয়ার, মির্জা আব্বাস
, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এদিকে, খালেদা জিয়ার শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় ব্যাপক শোডাউন করেছে। সকাল থেকেই খালেদা জিয়ার শ্রদ্ধা নিবেদন পর্যন্ত সেখানে বিভিন্ন রকমের পোস্টার-ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান করেন কেন্দ্রীয় ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ঢাকা কলেজ ছাত্রদল, মিরপুর বাংলা কলেজ ছাত্রদল সহ মহানগর ছাত্রদলের হাজারো নেতাকর্মী। খালেদা জিয়া বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আগমন করলেই ছাত্রদলের নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে তোলেন স্মৃতিসৌধ ও আশপাশের এলাকা। এসময় তারা প্রয়াত জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন। তবে, ছাত্রদল যখন স্লোগান দিচ্ছিল তখন আশপাশে অবস্থানরত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও জয় বাংলা স্লোগান তোলেন। অবশ্য এ নিয়ে দু’পক্ষের মধ্যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির উপক্রম হয়নি। জেএ  


No comments:

Post a Comment