Saturday, December 20, 2014

ট্রাক ছিনতাই, সাভারে ৩ ডাকাত আটক:Time News

ট্রাক ছিনতাই, সাভারে ৩ ডাকাত আটক সাভার করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ২০ ডিসেম্বর, ২০১৪ ০৯:৫২:২২ একটি রডবোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। রাজধানীর উত্তরা, আশুলিয়া ও গাজীপুরের জয়দেবপুরের বিভিন্ন এলাকায় শুক্রবার ভোরে অভিযান চালিয়ে ওই তিন ডাকাতকে আটক করা হয়। আটকরা হলেন- সিলেট জেলার জৈন্তাপুর থানার হাইনগর গ্রামের শফিক উদ্দিনের ছেলে আইয়ুব আলী (২৭),
একই থানার রামেশ্বর গ্রামের দিবেন্দ দেবনাথের ছেলে দিপু (২৯) ও খুলনা জেলার দিঘুলিয়া থানার বাতিভিটা গ্রামের মৃত ফরমান শেখের ছেলে নজরুল ইসলাম (৩০)। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম মোল্লা বলেন, শিল্পাঞ্চলের শ্রীপুর এলাকা থেকে একটি রডবোঝাই ট্রাক ছিনতাই করে পালানোর সময় বাইপাইল এলাকায় চেকপোস্ট বসিয়ে ট্রাকটিকে আটক করা হলেও ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। পরে পুলিশের একাধিক টিম ডাকাতদের মোবাইল ট্র্যাকিং করে শিল্পাঞ্চলের বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে ওই তিন ডাকাতকে আটক করে। সাভার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার দুপুরে ওই তিন ডাকাতের স্বীকারোক্তিমূলক জবানবন্দী রেকর্ড করার জন্য আদালতে পাঠানো হয়। আদালতে তারা ডাকাতির সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছে। কেএইচ


No comments:

Post a Comment