Wednesday, December 17, 2014

পেশোয়ার হত্যাকাণ্ডে প্রধানমন্ত্রীর নিন্দা ও শোক:Time News

পেশোয়ার হত্যাকাণ্ডে প্রধানমন্ত্রীর নিন্দা ও শোক স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১৬ ডিসেম্বর, ২০১৪ ১৯:৫২:৫৬ পাকিস্তানের পেশোয়ারে সন্ত্রাসী গোষ্ঠী তালেবানের বর্বর হামলায় শতাধিক স্কুলপড়ুয়া শিশুসহ ১৩০ শিক্ষক-শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি বলেন, শতাধিক স্কুলশিক্ষার্থীসহ নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর এই র্ববর ও ন্যা
ক্কারজনক হত্যাকাণ্ড সারাবিশ্বের মানুষকে শোকাহত ও স্তম্ভিত করেছে। প্রধানমন্ত্রী তার বিবৃতিতে এ ধরনের মানবতাবর্জিত অপরাধের পুনরাবৃত্তি রোধে উগ্র সাম্প্রদায়িক শক্তি ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে এ অঞ্চলের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। বিবৃতিতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এ বিবৃতির কথা জানান। সকালে পেশোয়ারের আর্মি  পাবলিক স্কুলে হামলা চালায় ৫-৬ জন সশস্ত্র তালেবান। হামলায় সন্ধ্যা পর্যন্ত ১৩০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। জেআই  


No comments:

Post a Comment