Monday, December 15, 2014

রুবেলের বিরুদ্ধে হ্যাপি যা বললেন:Time News

রুবেলের বিরুদ্ধে হ্যাপি যা বললেন স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১৪ ডিসেম্বর, ২০১৪ ১৭:২৭:২৯ নায়িকা হ্যাপির ফরেনসিক প্রতিবেদনের জন্য ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগ। আগামী ৭-১০ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট প্রকাশ করার ঘোষণা দিয়েছেন ফরেনসিক বিভাগের প্রধান ডা. হাবীবুজ্জামান চৌধুরী। রোববার হ্যাপির ফরেনসিক পরীক্ষা-নিরীক্ষা শেষে এ ঘোষণা দেন হাবীবুজ্জামান চৌধুরী। তদন্ত
কমিটির সদস্যরা হলেন- ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক আ ক ম শফিউজ্জামান, মেডিক্যাল অফিসার ডা. মনিকা খন্দকার ও মেডিক্যাল অফিসার ডা. নুজহাত আন্দালিব। ডা. হাবীবুজ্জামান চৌধুরী বলেন, ‘যেহেতু বিষয়টি স্পর্শকাতর, তাই অনেক সতর্কতার সঙ্গে নায়িকা হ্যাপির ফরেনসিক পরীক্ষাগুলো করা হয়েছে। এর মধ্যে বয়স নির্ণয়ের জন্য এক্সরে, কিছু শারীরিক লক্ষণ, রক্ত, ডিএনএ পরীক্ষার জন্য লালাসহ ইত্যাদি সংগ্রহ করা হয়েছে। আগামী ৭-১০ দিনের মধ্যেই এ রিপোর্ট প্রকাশ করা যাবে।’ মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাসুদ পারভেজ নায়িকা হ্যাপির ফরেনসিক রিপোর্টের কথা নিশ্চিত করেছেন। নায়িকা হ্যাপিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগে নেওয়া হয়। এরপর আবার তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যাওয়া হয়। তার নিরাপত্তা ও মামলার তদন্তের স্বার্থে হ্যাপিকে কয়েকদিন ভিকটিম সাপোর্ট সেন্টারেই থাকতে হবে। ১৪ ডিসেম্বর রোববার সকালে নায়িকা হ্যাপিকে রূপনগর আবাসিক এলাকার বাসা থেকে তেজগাঁওয়ে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে নেওয়া হয়। নায়িকা হ্যাপি জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। মামলায় হ্যাপি অভিযোগ করেন, তার সঙ্গে রুবেল হোসেনের গত ৯-১০ মাস যাবত প্রেমের সম্পর্ক রয়েছে। এ সময়ের মধ্যে তাকে রুবেল কয়েকবার তার বাসায় ধর্ষণ করেছেন। পরবর্তীতে রুবেলকে বিয়ের কথা বললে রুবেল বিয়ে করতে অস্বীকৃতি জানান। তার শরীর নষ্ট করা হয়েছে কেন রুবেলের কাছে জানতে চাইলে রুবেল উত্তেজিত হয়ে হ্যাপিকে মারধর করেন।   এক পর্যায়ে রুবেল বলেন, মিডিয়ার মেয়েরা ভালো নয়, তাদের সঙ্গে প্রেম করা যায়, কিন্তু কোনোভাবেই বিয়ে করা যায় না। তবে এ বিষয়ে পেসার রুবেল হোসেনের কোন মন্তব্য এখনও পাওয়া যায়নি। কে এই অভিনেত্রী হ্যাপি: নাজনীন আক্তার হ্যাপি গত বছরের মাঝামাঝি সময় মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় ‘কিছু আশা কিছু ভালোবাসা’চলচ্চিত্রের মধ্যে দিয়ে নায়িকা হিসেবে নাম লেখান। বদরুল আলমের পরিচালনায় আরো একটি ছবির কাজ শেষ করেছেন তিনি। যেকোনো সময় মুক্তি পাবে চলচ্চিত্রটি। এ ছাড়া কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। হ্যাপির গ্রামের বাড়ি যশোরে। পারিবারসহ ঢাকার রূপনগর আবাসিক এলাকায় বাস করছেন এখন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ দ্বিতীয় সেমিস্টারে পড়ছেন।   এমকে


No comments:

Post a Comment