Wednesday, December 31, 2014

জাভা সাগরের তলদেশে উল্টে আছে বিমানটি:RTNN

জাভা সাগরের তলদেশে উল্টে আছে বিমানটি আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন জাকার্তা: এয়ার এশিয়ার নিখোঁজ বিমানটির সন্ধান পাওয়া গেছে জাভা সাগরের তলদেশে। ‘সোনার’ ছবির সাহায্যে উদ্ধারকারীরা দেখতে পেয়েছেন যে উড়োজাহাজটি সাগরের তলদেশে উল্টে আছে (ওপরের দিক নীচে)। এটি যে নিখোঁজ বিমান কিউজেড ৮৫০১ এর তা নিশ্চিত করেছে ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধারকারী কর্মকর্তারা। রবিবার সকালে ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গা
পুর যাওয়ার পথে ১৬২ আরোহী নিয়ে নিখোঁজ হয় বিমানটি। কী কারণে সেটি বিধ্বস্ত হয়েছে তা এখনো জানা যায়নি। তবে খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। এখন পর্যন্ত জাভা সাগর থেকে ৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো জাহাজ ও হেলিকপ্টারের সাহায্যে ব্যাপক অনুসন্ধানের প্রতিশ্রুতি দিয়েছেন। সূত্র: বিবিসি, সিএনএন, সিবিএস মন্তব্য      


No comments:

Post a Comment