Wednesday, December 31, 2014

খালেদার জবাবে সন্ধ্যায় আ.লীগেরও সংবাদ সম্মেলন:RTNN

খালেদার জবাবে সন্ধ্যায় আ.লীগেরও সংবাদ সম্মেলন নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বুধবার সন্ধ্যা সাতটায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে। বুধবার দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ
তথ্য জানানো হয়। এতে বলা হয়, সন্ধ্যা সাতটায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে। এতে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। এর আগে গতকাল মঙ্গলবার চলমান রাজনীতি নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরতে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের ডাক দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মন্তব্য      


No comments:

Post a Comment