Wednesday, December 17, 2014

সিলেটে অটো শ্রমিকদের সংঘর্ষকালে ওসি নিহত:RTNN

সিলেটে অটো শ্রমিকদের সংঘর্ষকালে ওসি নিহত নিজস্ব প্রতিনিধি আরটিএনএন সিলেট: সিলেটের ওসমানি নগরে অটোরিকশা শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় অসুস্থ হয়ে ওসমানি নগর থানার ওসি মোস্তাফিজুর রহমানের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৩টায় পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান জানান, বুধবার বেলা ৩টার দিকে উপজেলার গোয়ালাবাজারে এই সংঘর্ষের ঘটনায় পুলিশ
সহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। তিনি জানান, সংঘর্ষ চলাকালে মোস্তাফিজুর রহমান অসুস্থ হয়ে পড়েন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। চিকিৎসক বলেছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। গোয়ালা বাজারে অটোরিকশা স্ট্যান্ড বসানোর দাবিতে সকাল ১০টার দিকে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে অটোরিকশা শ্রমিকরা। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়। বেলা ১২টার দিকে শ্রমিকরা আবারও মহাসড়ক অবরোধ করে। এবার পুলিশ গেলে শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষের মধ্যে ডাচ বাংলা ব্যাংকের শাখাসহ ডজনখানেক ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয় বলে নাজমুল হাসান জানান। আহতদের বেশ কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি বিপুল সংখ্যক বিজিবিও মোতায়েন করা হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সেনাবাহিনীর একটি উচ্চপদস্থ টিমও অবস্থান করছে। মন্তব্য নিজস্ব প্রতিনিধিআরটিএনএনময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকা উপজেলায় ওয়ার্ড শ্রমিকদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু (৪০) এব . . . বিস্তারিত নিজস্ব প্রতিনিধিআরটিএনএনহবিগঞ্জ: হবিগঞ্জ জেলার সুতাং এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর . . . বিস্তারিত            


No comments:

Post a Comment