Monday, December 29, 2014

হরতালে রাজধানীতে সংঘর্ষ-ভাঙচুর, আটক ১০:RTNN

হরতালে রাজধানীতে সংঘর্ষ-ভাঙচুর, আটক ১০ নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা হরতাল শুরু হয়েছে। হরতালের শুরুতে রাজধানীতে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করেছে জোটের নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষ হয়েছে। পুলিশ অন্তত ১০ জনকে আটক করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে সাতটার দিকে মালিবাগ আবুল হোটেলের কাছে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল
বের করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এ সময় মিছিলকারীদের ধাওয়া করে দুইজনকে আটক করে পুলিশ। সকাল আটটার দিকে খিলগাঁও তালতলায় আরেকটি মিছিল বের করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। মিছিল থেকে দুই জামায়াতকর্মীকে আটক করে পুলিশ। এছাড়া রাজধানীর খিলগাঁওয়ের গোরোনে হরতালের সমর্থনে সকাল সাড়ে সাতটার দিকে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে ঢাকা মহানগর জামায়াতের পূর্ব শাখা। মহানগর পূর্ব শাখার সভাপতি রেজাউল হক রিয়াজ এই কর্মসূচির নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন- সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, অফিস সস্পাদক সোহেল রানা মিঠু, প্রচার সম্পাদক আবদুল কাদের প্রমুখ। রমনা থানার উপপরিদর্শক মিজানুর রহমান এবং রামপুরা থানার এসআই মোস্তাফিজুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করেছেন। মন্তব্য      


No comments:

Post a Comment