Monday, December 22, 2014

তিউনিসিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বেন আলির সহযোগীর জয়:RTNN

তিউনিসিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বেন আলির সহযোগীর জয় আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন তিউনিস: আরব বসন্তের সূতিকাগার তিউনিসিয়ায় দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে যাচ্ছেন দেশটির পতিত স্বৈরশাসক বেন আলির সহযোগী বেজি চেইদ এসেবসি। খবর বিবিসি'র। রবিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি ৫৫.৫% ভোট পাবেন বলে বুথ ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে। ইতোমধ্যেই এসেবসি নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন এবং তার সমর্থকরা উল্লাসে মে
উঠেছে। ৮৮ বছর বয়সী এসেবসি বেন আলির সময়ে স্পিকারের দায়িত্ব পালন করেছেন। তিনি তিউনিসিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন। এসেবসির প্রতিদ্বন্দ্বী ছিলেন অন্তবর্তী প্রেসিডেন্ট মনসেফ মারজুকি। তিউনিসিয়া হলো প্রথম আরব কোনো দেশ যেখানে আরব বসন্তের প্রভাবে শাসকের পতন ঘটে। এরপর এই আন্দোলন ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে এবং এতে মিশর ও লিবিয়ার সরকারেরও পতন ঘটে। মন্তব্য      


No comments:

Post a Comment