Wednesday, December 17, 2014

তুরস্কে জাতীয় শোক, ভারতের স্কুলে নীরবতা পালন:RTNN

তুরস্কে জাতীয় শোক, ভারতের স্কুলে নীরবতা পালন আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন নয়াদিল্লি: পেশোয়ারে ১৩২ শিশুসহ ১৪৫ জনকে হত্যার বিয়োগান্ত ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার পাকিস্তানি কাউন্টারপার্ট নওয়াজ শরীফকে ফোন করে সমবেদনা প্রকাশ করেছেন। বিশ্বে বিবেকের মত তিনিও এ ঘটনায় অত্যন্ত মর্মাহত বলে শরীফকে জানান মোদি। এদিকে মোদির অনুরোধে ভারতজুড়ে স্কুলগুলোতে বুধবার দুই মিনিট নীরবতা পালন করা হয়।
পাশাপাশি নিহতদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।   এদিকে ভয়াবহ এই বিয়োগান্ত ঘটনায় পাকিস্তানের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তুরস্কে এক দিনের জাতীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাভোগলু। বুধবার সেখানে জাতীয় শোক দিবস হবে পালন করা হচ্ছে। দাভোগলু বলেন, ‘আমি নিহত পরিবারগুলোর প্রতি আমার সমবেদনা জানাচ্ছি এবং এই জঘণ্য হামলার নিন্দা জানাচ্ছি।’   এছাড়াও তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ও হামলায় জন্য নিন্দা জানান এবং  হামলার শিকার পরিবারগুলোকে সমবেদনা প্রকাশ করেন। সূত্র: এনডিটিভি, এপি মন্তব্য      


No comments:

Post a Comment