Sunday, December 21, 2014

নিউইয়র্কে দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা:RTNN

নিউইয়র্কে দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন নিউইয়র্ক:  নিউইয়র্কের দুজন পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। এরপর নিজেকেও হত্যা করেছে সে। নিউ ইয়র্কের পুলিশ প্রধান বলেছেন, ইউনিফরমধারী হওয়ার কারণেই তাদেরকে টার্গেট করা হয়েছে। যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে সম্প্রতি তিন কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার পর ব্যাপক সমালোচনার মধ্যেই এ হত্যাকাণ্ড ঘটল। পুলিশ কর্মকর্তা
দের হত্যার পর বন্দুকধারী পাশের একটি সাবওয়ে স্টেশনে দৌড়ে যায় এবং গুলি করে নিজেকে হত্যা করে। এর আগে ওই বন্দুকধারী তার বান্ধবীকেও গুলি করে আহত করে এবং সামাজিক গণমাধ্যমে পুলিশ বিরোধী বার্তা পোস্ট করে। নিহত দুই পুলিশ কর্তাই ব্রুকলিনের বেডফোর্ড-স্টুভেসান্ট এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ অবস্থায় শনিবার বিকেলে তাদের হত্যা করা হয়। হাসপাতালে নিয়ে গেলে লিউ ওয়েনজিন এবং রাফায়েল রামোসকে মৃত ঘোষণা করা হয়।   নিউইয়র্ক পুলিশের প্রধান বিল ব্রাটন বলেছেন, কোনো সতর্কতা এবং উসকানি ছাড়াই পুলিশ কর্মকর্তাদের গুলি করা হয়েছে। এটা নিছকই হত্যাযজ্ঞ। ঘাতকের নাম ইসমাইল ব্রিন্সলি (২৮)। বন্দুকধারী একজন কৃষ্ণাঙ্গ এবং নিহত দুই পুলিশ কর্মকতার একজন এশীয় এবং অন্যজন হিসপ্যানিক। মৃত্যুর আগে বন্দুকধারী এক অনলাইন বার্তায় বলেন যে নিউইয়র্কের পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ যুবক এরিক গার্নারের হত্যার বদলা নিতেই এ হত্যাযজ্ঞ চালানো হয়েছে। এটা ‘আমার শেষ পোস্ট হতে পারে’ বলেও বন্দুক হাতে নিয়ে ইন্সটাগ্রামে ছবি পোস্ট করে লিখেছে সে। মন্তব্য      


No comments:

Post a Comment