Tuesday, December 2, 2014

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে হামলা চালাতে পারে আইএস: এফবিআই:RTNN

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে হামলা চালাতে পারে আইএস: এফবিআই আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই সামরিক বাহিনীর সদস্যদের ওপর ইসলামিক স্টেট হামলা চালাতে পারে বলে হুশিয়ার করে দিয়েছে এফবিআই। এফবিআই ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের একটি যৌথ গোয়েন্দা প্রতিবেদনে এই হুশিয়ারি দেয়া হয়েছে। প্রতিবেদনটি যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে
মার্কিন টিভি নেটোয়ার্ক এবিসি। আক্রমণ থেকে রক্ষা পেতে  সামরিক বাহিনীর সদস্যদের সামাজিক গণমাধ্যমের একাউন্ট মুছে ফেলার জন্য বলা হয়েছে যাতে তাদের পরিচয় সম্পর্কে এই জঙ্গি সংগঠনের সদস্যরা নিশ্চিত হতে না পারে। প্রতিবেদনে বলা হয়, ইরাক ও সিরিয়া ‘খিলাফত’ ঘোষণাকারী ইসলামিক স্টেট যুক্তরাষ্ট্রের সীমান্তের মধ্যেই হামলার পরিকল্পনা করছে। গত অক্টোবরে কানাডায় অভ্যন্তরে হামলা চালিয়ে দুজন কানাডীয় সৈন্যকে হত্যা করা হয়। হামলাকারীরা ছিল ইসলামে ধর্মান্তরিত কানাডীয় নাগরিক। সূত্র: এএফপি মন্তব্য pay per click    


No comments:

Post a Comment