্রঐক্য আয়োজিত বিএনপির জাতীয় কনভেনশনে বক্তৃতাকালে মির্জা ফখরুল এ পরামর্শ দেন। উল্লেখ্য, সম্প্রতি লন্ডনে তারেক রহমান বিজয় দিবসের আলোচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেশের সবচেয়ে বড় রাজাকার বলে বক্তৃতা দেন। এরপর গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারেক রহমানের বক্তব্যকে মিথ্যাচার উল্লেখ করে তাকে জিহ্বা সামলে কথা বলার পরামর্শ দেন। তিনি বলেন, ‘জিয়া ইতিহাস বিকৃত করেছে, খালেদা জিয়াও করেছে। আর এখন তার পুত্রও একই কাজ করছে।’ এই বক্তব্যের সমালোচনা করে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে মির্জা ফখরুল বলেন, ‘তারেক রহমান নয়, আপনার (শেখ হাসিনা) সংযত হওয়া উচিত। আপনি যে ভাষায় বক্তব্য দেন, সেটি উচ্চারণ করা যায় না।’ তিনি বলেন, ‘তারেক রহমান ইতিহাসভিত্তিক বক্তব্য দিয়েছেন। এজন্য আপনাদের গায়ে জ্বালা ধরে গেছে। আপনাদের মনে রাখা উচিত- ‘ঢিল মারলে পাটকেল খেতে হয়।’ কনভেনশনে মির্জা ফখরুল নব্বই দশকের ছাত্ররাজনীতির চেতনায় উজ্জীবিত হয়ে বর্তমান স্বৈরাচারী সরকারের পতনে ঘটানোর আহ্বান জানান। তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। গণতন্ত্র রক্ষায় স্বৈরাচার সরকারের বিরুদ্ধে দেশের মানুষকে জাগিয়ে তুলতে হবে। মির্জা ফখরুল বলেন, জাতি আজ গণতন্ত্র হারিয়েছে। গণতন্ত্র চাওয়ার অপরাধে সারাদেশকে আওয়ামী লীগ কারাগারে পরিণত করেছে। বিএনপি নেতা এম ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অনেকে গুম-খুন হয়েছেন। এভাবেই সরকার আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বন্দুকের জোরে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। বিএনপির মুখপাত্র বলেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও তারা আসলে খাঁটি ফ্যাসিস্ট। ’৭১ সালে তারা বাকশাল কায়েম করেছিল, এখন আবার গণতন্ত্রের লেবাস পরে বাকশাল কায়েম করছে। মানুষের আশা-আকাঙ্ক্ষাকে হত্যা করে গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে। সকাল সাড়ে ১০ টায় শুরু হওয়া কনভেনশনে সভাপতিত্ব করছেন বিএনপির যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান। অনুষ্ঠান পরিচালনায় রয়েছেন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন। কনভেনশন মঞ্চে উপস্থিত আছেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, সহ-তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বিএনপির সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান রতন, মোস্তাফিজুর রহমান বাবুল, আজিজুল বারী হেলাল, সাইফুদ্দিন মনি, আসাদুর রহমান আসাদ প্রমুখ। এছাড়া দর্শক সারিতে উপস্থিত আছেন- রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরাম হাসান, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু প্রমুখ। মন্তব্য
Thursday, December 18, 2014
হাসিনাকে মুখ সংযত করার পরামর্শ ফখরুলের:RTNN
হাসিনাকে মুখ সংযত করার পরামর্শ ফখরুলের নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে মুখ সংযত করার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের কড়া সমালোচনা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির এই ভারপ্রাপ্ত মহাসচিব উল্টো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মুখ সংযত করে কথা বলার পরামর্শ দিয়েছেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নব্বইয়ের ডাকসু ও ছাত
্রঐক্য আয়োজিত বিএনপির জাতীয় কনভেনশনে বক্তৃতাকালে মির্জা ফখরুল এ পরামর্শ দেন। উল্লেখ্য, সম্প্রতি লন্ডনে তারেক রহমান বিজয় দিবসের আলোচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেশের সবচেয়ে বড় রাজাকার বলে বক্তৃতা দেন। এরপর গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারেক রহমানের বক্তব্যকে মিথ্যাচার উল্লেখ করে তাকে জিহ্বা সামলে কথা বলার পরামর্শ দেন। তিনি বলেন, ‘জিয়া ইতিহাস বিকৃত করেছে, খালেদা জিয়াও করেছে। আর এখন তার পুত্রও একই কাজ করছে।’ এই বক্তব্যের সমালোচনা করে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে মির্জা ফখরুল বলেন, ‘তারেক রহমান নয়, আপনার (শেখ হাসিনা) সংযত হওয়া উচিত। আপনি যে ভাষায় বক্তব্য দেন, সেটি উচ্চারণ করা যায় না।’ তিনি বলেন, ‘তারেক রহমান ইতিহাসভিত্তিক বক্তব্য দিয়েছেন। এজন্য আপনাদের গায়ে জ্বালা ধরে গেছে। আপনাদের মনে রাখা উচিত- ‘ঢিল মারলে পাটকেল খেতে হয়।’ কনভেনশনে মির্জা ফখরুল নব্বই দশকের ছাত্ররাজনীতির চেতনায় উজ্জীবিত হয়ে বর্তমান স্বৈরাচারী সরকারের পতনে ঘটানোর আহ্বান জানান। তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। গণতন্ত্র রক্ষায় স্বৈরাচার সরকারের বিরুদ্ধে দেশের মানুষকে জাগিয়ে তুলতে হবে। মির্জা ফখরুল বলেন, জাতি আজ গণতন্ত্র হারিয়েছে। গণতন্ত্র চাওয়ার অপরাধে সারাদেশকে আওয়ামী লীগ কারাগারে পরিণত করেছে। বিএনপি নেতা এম ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অনেকে গুম-খুন হয়েছেন। এভাবেই সরকার আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বন্দুকের জোরে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। বিএনপির মুখপাত্র বলেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও তারা আসলে খাঁটি ফ্যাসিস্ট। ’৭১ সালে তারা বাকশাল কায়েম করেছিল, এখন আবার গণতন্ত্রের লেবাস পরে বাকশাল কায়েম করছে। মানুষের আশা-আকাঙ্ক্ষাকে হত্যা করে গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে। সকাল সাড়ে ১০ টায় শুরু হওয়া কনভেনশনে সভাপতিত্ব করছেন বিএনপির যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান। অনুষ্ঠান পরিচালনায় রয়েছেন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন। কনভেনশন মঞ্চে উপস্থিত আছেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, সহ-তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বিএনপির সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান রতন, মোস্তাফিজুর রহমান বাবুল, আজিজুল বারী হেলাল, সাইফুদ্দিন মনি, আসাদুর রহমান আসাদ প্রমুখ। এছাড়া দর্শক সারিতে উপস্থিত আছেন- রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরাম হাসান, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু প্রমুখ। মন্তব্য
্রঐক্য আয়োজিত বিএনপির জাতীয় কনভেনশনে বক্তৃতাকালে মির্জা ফখরুল এ পরামর্শ দেন। উল্লেখ্য, সম্প্রতি লন্ডনে তারেক রহমান বিজয় দিবসের আলোচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেশের সবচেয়ে বড় রাজাকার বলে বক্তৃতা দেন। এরপর গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারেক রহমানের বক্তব্যকে মিথ্যাচার উল্লেখ করে তাকে জিহ্বা সামলে কথা বলার পরামর্শ দেন। তিনি বলেন, ‘জিয়া ইতিহাস বিকৃত করেছে, খালেদা জিয়াও করেছে। আর এখন তার পুত্রও একই কাজ করছে।’ এই বক্তব্যের সমালোচনা করে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে মির্জা ফখরুল বলেন, ‘তারেক রহমান নয়, আপনার (শেখ হাসিনা) সংযত হওয়া উচিত। আপনি যে ভাষায় বক্তব্য দেন, সেটি উচ্চারণ করা যায় না।’ তিনি বলেন, ‘তারেক রহমান ইতিহাসভিত্তিক বক্তব্য দিয়েছেন। এজন্য আপনাদের গায়ে জ্বালা ধরে গেছে। আপনাদের মনে রাখা উচিত- ‘ঢিল মারলে পাটকেল খেতে হয়।’ কনভেনশনে মির্জা ফখরুল নব্বই দশকের ছাত্ররাজনীতির চেতনায় উজ্জীবিত হয়ে বর্তমান স্বৈরাচারী সরকারের পতনে ঘটানোর আহ্বান জানান। তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। গণতন্ত্র রক্ষায় স্বৈরাচার সরকারের বিরুদ্ধে দেশের মানুষকে জাগিয়ে তুলতে হবে। মির্জা ফখরুল বলেন, জাতি আজ গণতন্ত্র হারিয়েছে। গণতন্ত্র চাওয়ার অপরাধে সারাদেশকে আওয়ামী লীগ কারাগারে পরিণত করেছে। বিএনপি নেতা এম ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অনেকে গুম-খুন হয়েছেন। এভাবেই সরকার আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বন্দুকের জোরে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। বিএনপির মুখপাত্র বলেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও তারা আসলে খাঁটি ফ্যাসিস্ট। ’৭১ সালে তারা বাকশাল কায়েম করেছিল, এখন আবার গণতন্ত্রের লেবাস পরে বাকশাল কায়েম করছে। মানুষের আশা-আকাঙ্ক্ষাকে হত্যা করে গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে। সকাল সাড়ে ১০ টায় শুরু হওয়া কনভেনশনে সভাপতিত্ব করছেন বিএনপির যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান। অনুষ্ঠান পরিচালনায় রয়েছেন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন। কনভেনশন মঞ্চে উপস্থিত আছেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, সহ-তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বিএনপির সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান রতন, মোস্তাফিজুর রহমান বাবুল, আজিজুল বারী হেলাল, সাইফুদ্দিন মনি, আসাদুর রহমান আসাদ প্রমুখ। এছাড়া দর্শক সারিতে উপস্থিত আছেন- রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরাম হাসান, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু প্রমুখ। মন্তব্য
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment