
জ্ঞাপনে নতুন এই নিয়োগের কথা জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বিকেলে এ নিয়োগপত্রে স্বাক্ষর করেন। পুলিশ মহাপরিদর্শক পদে সবচেয়ে বেশি সময় দায়িত্ব পালনকারী হাসান মাহমুদ খন্দকার অবসরে যাওয়ায় তার স্থলাভিষিক্ত হচ্ছেন ঢাকার সাবেক পুলিশ কমিশনার শহীদুল হক। বেনজীর আহমেদ র্যাব প্রধানের দায়িত্ব পাওয়ায় ডিএমপিতে তার স্থলাভিষিক্ত হচ্ছেন হাইওয়ে পুলিশের প্রধান ডিআইজি আসাদুজ্জামান মিয়া। র্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমানও অবসরে যাচ্ছেন। অতিরিক্ত আইজিপি মোখলেসুর কয়েক বছর ধরে র্যাব প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন পুলিশ প্রধান, র্যাব প্রধান ও ডিএমপি প্রধানের বাড়ি বৃহত্তর ফরিদপুরে। শহীদুল হকের বাড়ি শরীয়তপুরে, বেনজীরের বাড়ি গোপালগঞ্জে এবং আসাদুজ্জামানের বাড়ি ফরিদপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কল্যাণে স্নাতকোত্তর ডিগ্রিধারী শহীদুল হক ১৯৮৪ সালের বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৮৬ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করে আসা এই পুলিশ কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় পুলিশ সুপারের দায়িত্ব পালনের পর ঢাকা মহানগর পুলিশ কমিশনারের দায়িত্বে এসেছিলেন তিনি। সর্বশেষ অতিরিক্ত আইজিপি (প্রশাসন) হিসেবে কাজ করছিলেন তিনি। র্যাবের নতুন মহাপরিচালক বেনজীরও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী। তিনি পড়াশোনা করেছেন ইংরেজিতে। বর্তমানে পিএইচডি করছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটিতে। ১৯৮৫ সালে পুলিশ বাহিনীতে যোগ দেওয়া বেনজীর সন্ত্রাস দমন বিষয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ নিয়েছেন। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে বসনিয়া ও কসোভোতে কাজ করে এসেছেন তিনি। মন্তব্য
No comments:
Post a Comment