জিয়া বলেন, ‘এবার কর্মসূচি ঘোষণা করলে বালুভর্তি ট্রাক দিয়ে বাসায় আটক রাখবেন না। সাহস থাকলে রাজপথের আন্দোলন রাজপথে মোকাবেলা করুন।’ এ সময় নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আন্দোলনের প্রস্তুতি নিন। আমি ডাক দিলে রাজপথে নেমে আসবেন। যে যেখানে থাকবেন এবং যা কিছু আছে তা নিয়ে রাজপথে নেমে আসবেন।’ বিএনপি চেয়ারপারসন বলেন, ‘গুম-খুনে নিজেদের আত্মীয়-স্বজন হারিয়ে কেবল চোখের পানি ফেললে হবে না। এভাবে চলতে থাকলে কেউ নিরাপদ থাকবে না। এ সব বন্ধে রাজপথে নেমে আসতে হবে।’ তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘এই জালেম সরকারের হাত থেকে তোমরাও রেহাই পাবে না। এদের হাত থেকে বাঁচতে হলে রাজপথে নেমে আসতে হবে। আমি রাজপথে থেকে নেতৃত্ব দেবো। দেখবো- পুলিশ কিভাবে গুলি করে।’ পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘কথায় কথায় শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলি করবেন না। এদের অনেকেই আপনাদেরই আত্মীয়-স্বজন। আর পুলিশের সব সদস্যই খারাপ নয়। কিন্তু একটি বিশেষ জেলার লোক আর ছাত্রলীগকে পুলিশে ঢুকিয়ে অপকর্ম করা হচ্ছে।’ তিনি বলেন, এই বিশেষ জেলার আর ছাত্রলীগের লোকজন সরকারকে টিকিয়ে রাখতে সব অপকর্ম করে যাচ্ছে। কথায় কথায় দেশের মানুষকে গুম-খুন করছে। কিন্তু এসব আর মেনে নেয়া হবে না। পাল্টা জবাব দেয়ার জন্য জনগণ প্রস্তুত হতে হবে। তেল-গ্যাসের মূল্যবৃদ্ধির সরকারি উদ্যোগের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপি চেয়ারপারসন বলেন, তেল-গ্যাসের দাম বাড়ানো যাবে না। এটা মেনে নেয়া হবে না। দাম বাড়ানো হলেই সরকার পতন কর্মসূচি ঘোষণা করা হবে। জেলা বিএনপির সভাপতি ও ২০ দলীয় জোটের আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে সমাবেশে জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। মন্তব্য
Sunday, December 14, 2014
সাহস থাকলে রাজপথে মোকাবেলা করুন:RTNN
জিয়া বলেন, ‘এবার কর্মসূচি ঘোষণা করলে বালুভর্তি ট্রাক দিয়ে বাসায় আটক রাখবেন না। সাহস থাকলে রাজপথের আন্দোলন রাজপথে মোকাবেলা করুন।’ এ সময় নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আন্দোলনের প্রস্তুতি নিন। আমি ডাক দিলে রাজপথে নেমে আসবেন। যে যেখানে থাকবেন এবং যা কিছু আছে তা নিয়ে রাজপথে নেমে আসবেন।’ বিএনপি চেয়ারপারসন বলেন, ‘গুম-খুনে নিজেদের আত্মীয়-স্বজন হারিয়ে কেবল চোখের পানি ফেললে হবে না। এভাবে চলতে থাকলে কেউ নিরাপদ থাকবে না। এ সব বন্ধে রাজপথে নেমে আসতে হবে।’ তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘এই জালেম সরকারের হাত থেকে তোমরাও রেহাই পাবে না। এদের হাত থেকে বাঁচতে হলে রাজপথে নেমে আসতে হবে। আমি রাজপথে থেকে নেতৃত্ব দেবো। দেখবো- পুলিশ কিভাবে গুলি করে।’ পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘কথায় কথায় শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলি করবেন না। এদের অনেকেই আপনাদেরই আত্মীয়-স্বজন। আর পুলিশের সব সদস্যই খারাপ নয়। কিন্তু একটি বিশেষ জেলার লোক আর ছাত্রলীগকে পুলিশে ঢুকিয়ে অপকর্ম করা হচ্ছে।’ তিনি বলেন, এই বিশেষ জেলার আর ছাত্রলীগের লোকজন সরকারকে টিকিয়ে রাখতে সব অপকর্ম করে যাচ্ছে। কথায় কথায় দেশের মানুষকে গুম-খুন করছে। কিন্তু এসব আর মেনে নেয়া হবে না। পাল্টা জবাব দেয়ার জন্য জনগণ প্রস্তুত হতে হবে। তেল-গ্যাসের মূল্যবৃদ্ধির সরকারি উদ্যোগের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপি চেয়ারপারসন বলেন, তেল-গ্যাসের দাম বাড়ানো যাবে না। এটা মেনে নেয়া হবে না। দাম বাড়ানো হলেই সরকার পতন কর্মসূচি ঘোষণা করা হবে। জেলা বিএনপির সভাপতি ও ২০ দলীয় জোটের আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে সমাবেশে জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। মন্তব্য
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment