Monday, December 1, 2014

স্পিন তোপে ১২৮ রানে অলআউট জিম্বাবুয়ে:RTNN

স্পিন তোপে ১২৮ রানে অলআউট জিম্বাবুয়ে খেলা প্রতিবেদক আরটিএনএন ঢাকা: ক্রিকেট ইতিহাসে প্রথম বোলার হিসেবে অভিষেকেই হ্যাট্রট্রিক করা একমাত্র ক্রিকেটার তাইজুল ইসলাম। এই বামহাতি স্পিনারের রেকর্ড গড়ার দিনে বিধ্বস্ত হলো জিম্বাবুয়ে। মুখরক্ষার শেষ ওয়ানডেতে ভালো কিছু করার প্রত্যয় নিয়ে মাঠে নামা জিম্বাবুয়ে ৩০ ওভারে গুটিয়ে গেল ১২৮ রানে। টসে জিতে ব্যাট করা জিম্বাবুয়ের শুরুটা কিন্তু ছিল ভালোই। মাত্র ১
৬ রানে সিকান্দার রাজাকে হারানোর পরেও হ্যামিল্টন মাসাকাদজা ও ভুসি সিবান্দার ৭৯ রানের জুটি ভালোই ছুটছিল। কিন্তু ব্যক্তিগত ৫২ রানে মাসাকাদজার বিদায়ের পরপরই যেন শুরু হল তাদের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল। ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৯৫ রান তোলা দলটি পরের আট উইকেট হারিয়ে বসল মাত্র ৩৩ রানে। তাইজুলের সাথে সাকিব আল হাসান ও জুবায়ের হোসেনও কম যাননি। সাকিব নিয়েছেন ৩ উইকেট, জুবায়ের ২টি। তাইজুলের ৪ উইকেটের সঙ্গে এই দু’জন যুক্ত হয়ে ঘূর্ণিবাতেই উড়িয়ে দিলেন জিম্বাবুয়েকে। ম্যাচে ৭ ওভার বল করে দুটি মেডেনসহ ১১ রান খরচায় ৪ উইকেট নেন তাইজুল। ওভার প্রতি রান দেয়ার ১.৫৭ মাত্র। দুই ওভারে নিজের হ্যাটট্রিক করেছেন তাইজুল। ২৭তম ওভারের প্রথম বলে সলোমন মেয়ারকে দিয়ে শুরু। এই ওভারের শেষ বলে আউট করেন পানিঙ্গাগারাকে। ২৯তম ওভারে প্রথম বলে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন নায়াম্বুকে। আর দ্বিতীয় বলে সাত্তারাকে বোল্ড করে ইতিহাস গড়ার সঙ্গে নিজেও ইতিহাসে পরিণত হন তাইজুল। মাসাকাদজা ও সিবান্দার ৭৯ রানের জুটির পর জুবায়েরের বলে মাসাকাদজার ফেরাটই শুরু করেছিল জিম্বাবুইয়ানদের দুর্গতি। সেই দুর্গতির একটা চূড়ান্ত রূপই যেন দিয়েছেন বাংলাদেশের স্পিনাররা। বিশেষ করে তাইজুল ইসলাম। সাকিব আল হাসান ব্রেন্ডন টেলরকে ফেরান। তার ঝুলিতে গেছে আরও দুই উইকেট (কামুনগোজি ও সিবান্দা)। জিম্বাবুয়ে মাত্র দু’জন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পেরেছেন। মাসাকাদজা ৫২ ও সিবান্দা ৩৭ রান। মন্তব্য pay per click    


No comments:

Post a Comment