Wednesday, December 10, 2014

‘সাবেক ছাত্রলীগ নেতা চুপ্পুর বক্তব্য অশোভনীয়’:RTNN

‘সাবেক ছাত্রলীগ নেতা চুপ্পুর বক্তব্য অশোভনীয়’ নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: মানবাধিকার সংরক্ষনে বাংলাদেশ বিশ্বে ব্যতিক্রম বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিশ্বের সকল দেশ মানবাধিকার সংরক্ষনে সদা তৎপর হলেও বাংলাদেশই এর ব্যতিক্রম। এখানে মানবাধিকার ভুলুণ্ঠিত। প্রতিনিয়ত মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয়া হচ্ছে। রাষ্ট্রীয় আইন শৃংখলা বাহিনীকে ব্যবহ
ার করে ক্ষমতাসীনরা গুম, খুন ও বিচার বহির্ভুত হত্যাকাণ্ডে মেতে উঠেছে। বুধবার দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিতিএক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, আজকে যারাই সরকারের বিরুদ্ধে কথা বলে তাদেরকেই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তারা সিনিয়র আইনজীবি ও সংবিধান বিশেষজ্ঞ ড. তুহিন মালিকের বিরুদ্ধেও মামলা দিয়েছে। আজ আবার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলা দিয়ে সে মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। সরকার মামলা হামলা করে জনগনের আন্দোলনকে দমাতে চাইছে। তিনি বলেন, অত্যাচার নির্যাতন চালিয়ে অতীতের কোন শাসকগোষ্ঠীই টিকে থাকতে পারেনি, বর্তমান আওয়ামী লীগও বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন চুপ্পুর সমালোচনা করে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তিনি যে ভাষায় কথা বলেছেন তা অশোভনীয় এবং এখতিয়ারবহির্ভূত। চুপ্পু ৭০ এর দশকে রাজশাহীতে ছাত্রলীগের শীর্ষ নেতা ছিলেন মন্তব্য করে করে বিএনপির এ মুখপাত্র বলেন, টিআইবি সম্পর্কে  তিনি যে মন্তব্য করেছেন তাতেই বুঝা যায় টিআইবির রিপোর্টে তাদের গায়ে আগুন ধরে গেছে। এ সময় তিনি তার (দুদক কমিশনারের) বক্তব্যের নিন্দা ও তা প্রত্যাহারের দাবিও জানান। তেল-গ্যাসের মূল্য বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, সরকারের সীমাহীন লুটপাট ও দূর্নীতির কারনেই ঘন ঘন তেল-গ্যাসের মূল্য বৃদ্ধি করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য কমলেও অভ্যন্তরীণ বাজারে এর কোন প্রভাব পড়েনি। বরং সরকার উল্টো দাম বাড়ানোর পাঁয়তারা করছে। এ সময় তেল গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, অর্থ সম্পাদক আব্দুস সালাম, স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনহ আখতার হোসেন, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন। মন্তব্য      


No comments:

Post a Comment