মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এ উদ্বেগ প্রকাশ করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, এ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. মোয়াজ্জেম হোসেন। আরো বক্তব্য রাখেন- সহ সভাপতি ডা. এনানমুর রহমান এমপি, সাধারণ সম্পাদক শাহ মো. সেলিম প্রমুখ। তারা একই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে দেশের বেসরকারি মেডিকেল কলেজ ধ্বংসের পাঁয়তারা করছে বলেও অভিযোগ আনেন। তারা বলেন, এবার ২০১৪-১৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির পাস নম্বর ৪০ নির্ধারণ থাকায় অনেক মেধাবী শিক্ষার্থী মেডিকেলে ভর্তির সুযোগ পাচ্ছেন না। এক্ষেত্রে তারা ভর্তি কোর্সের পাস নম্বর ৪০ থেকে কমিয়ে ২০ করার দাবি জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তারা বলেন, প্রাইভেট মেডিকেল কলেজে একজন শিক্ষার্থীর ব্যয় নিধারণ করে দেয়া আছে ১৩ লাখ ৯০ হাজার টাকা। তবে ডেন্টাল কলেজে ব্যয় হয় প্রায় ৮ লাখ টাকা। বাংলাদেশে ৬৩টি প্রাইভেট মেডিকেল কলেজ রয়েছে। এবার ৫ হাজার এমবিবিএস কোর্সে ৫ হাজারের অধিক আসন প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে খালি পরে রয়েছে। ২২ হাজার শিক্ষার্থীদের মধ্যে মাত্র ১২০০ শিক্ষার্থী প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। অথচ সরকারের টার্গেট প্রতিবছর ৬ হাজার চিকিৎসক তৈরি করার। একে, জেএ
Sunday, December 7, 2014
'প্রাইভেট মেডিকেল কলেজে শিক্ষার্থী সংকট':Time News
মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এ উদ্বেগ প্রকাশ করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, এ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. মোয়াজ্জেম হোসেন। আরো বক্তব্য রাখেন- সহ সভাপতি ডা. এনানমুর রহমান এমপি, সাধারণ সম্পাদক শাহ মো. সেলিম প্রমুখ। তারা একই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে দেশের বেসরকারি মেডিকেল কলেজ ধ্বংসের পাঁয়তারা করছে বলেও অভিযোগ আনেন। তারা বলেন, এবার ২০১৪-১৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির পাস নম্বর ৪০ নির্ধারণ থাকায় অনেক মেধাবী শিক্ষার্থী মেডিকেলে ভর্তির সুযোগ পাচ্ছেন না। এক্ষেত্রে তারা ভর্তি কোর্সের পাস নম্বর ৪০ থেকে কমিয়ে ২০ করার দাবি জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তারা বলেন, প্রাইভেট মেডিকেল কলেজে একজন শিক্ষার্থীর ব্যয় নিধারণ করে দেয়া আছে ১৩ লাখ ৯০ হাজার টাকা। তবে ডেন্টাল কলেজে ব্যয় হয় প্রায় ৮ লাখ টাকা। বাংলাদেশে ৬৩টি প্রাইভেট মেডিকেল কলেজ রয়েছে। এবার ৫ হাজার এমবিবিএস কোর্সে ৫ হাজারের অধিক আসন প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে খালি পরে রয়েছে। ২২ হাজার শিক্ষার্থীদের মধ্যে মাত্র ১২০০ শিক্ষার্থী প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। অথচ সরকারের টার্গেট প্রতিবছর ৬ হাজার চিকিৎসক তৈরি করার। একে, জেএ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment