বিমানের ডিজিএমসহ পাঁচজন ৪ দিনের রিমান্ডে স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১৯ নভেম্বর, ২০১৪ ১৮:২০:৫৯ স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অভিযোগে বাংলাদেশ বিমানের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এমদাদুল ইসলামসহ ৫ জনকে ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মহানগর হাকিম এরফান উল্লাহর আদালতে তাদের হাজির করে সুষ্ঠু তদন্তের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করেন ডিবি উত্তরের এএসপি মীনহাজুল ইসলাম। শুনানি শেষে আদা
লত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডকৃতরা হলেন, বিমানের উপমহাব্যবস্থাপক (ডিজিএম-ফ্লাইট সার্ভিস) এমদাদুল ইসলাম, প্ল্যানিং অ্যান্ড সিডিউলিংয়ের প্রধান ক্যাপ্টেন আবু মো. আসলাম শহীদ, সিডিউলিং ম্যানেজার মো. তোজাম্মেল হোসেন, বিমানের ঠিকাদার মাহমুদুল হক পলাশ ও ফারহান মানি একচেঞ্জের মালিক মো. হারুন অর রশীদ। সূত্রমতে, ১২ নভেম্বর বিজি-০৪৬ ফ্লাইটে বাংলাদেশ বিমানের কেবিন ক্রু মাজহারুল আফসার রাসেলকে ২ কেজি ৬০০ গ্রাম স্বর্ণসহ গ্রেফতার করে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। এরপর বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়। এর প্রেক্ষিতে মঙ্গলবার রাতে বিমানবন্দর, উত্তরা ও বসুন্ধরা এলাকা থেকে মামালার অন্য আসামীদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। জেআই
No comments:
Post a Comment