ধনেপাতায় ধনী! পঞ্চগড় করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ২৫ নভেম্বর, ২০১৪ ০৮:৫৭:৫৬ পঞ্চগড়ে ধনেপাতা চাষ করে ভাগ্য ফিরেছে কৃষক ওমর আলীর। শুধু ধনেপাতা নয় আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে ওমর আলী এখন এলাকার আদর্শ কৃষক হিসেবে পরিচিতি পেয়েছেন। ওমর আলী পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের দারারহাট আবাসন প্রকল্পের বাসিন্দা। এবার চলতি রবি মৌসুমে মাত্র ১০ শতক জমিতে আধুনিক পদ্ধতিতে ধনেপাতা চাষ করে তিনি ৭০ হাজার টাক
ার ধনেপাতা বিক্রি করেছেন। আবারও ধনেপাতা চাষ করেছেন। চলতি সপ্তাহের শুরু থেকে এসব ধনেপাতা উত্তোলন করে বিক্রি শুরু করেছেন। এবার ফুলকপির সাথে সাথী ফসল হিসেবে ধনেপাতা আবাদ করেছেন। একই জমিতে একই সাথে ফুলকপি ও ধনেপাতা রোপন করার ২০ থেকে ২৫ দিনের মাথায় ধনেপাতা উত্তোলন করা যায়। এতে করে একই জমিতে একই সাথে যেমন দুটি ফসল ফলানো যায় তেমনি লাভও হয় কয়েকগুণ বেশি। কৃষক ওমর আলী জানান, দেবীগঞ্জের দারারহাট আবাসন প্রকল্পে উঠার পর থেকেই তিনি এলাকার কিছু চাষীদের দেখাদেখি আধুনিক পদ্ধতিতে চাষাবাদ শুরু করেন। বাড়ির পাশেই ৬ বিঘা জমি ছিল। এসব জমিতে তিনি পরীক্ষামূলক বিভিন্ন সবজি চাষাবাদ শুরু করেন। চলতি মৌসুমে বাজারে ভাল দাম থাকায় তিনি ১০ শতক জমিতে ফুলকপির পাশাপাশি ধনেপাতা চাষ করেছেন। জমিতে ফুলকপি ও ধনেপাতা চাষ করতে বীজ, কীটনাশকসহ খরচ হবে মাত্র ২ হাজার টাকা। কিন্তু এখান থেকে তিনি ৭০ থেকে ৮০ হাজার টাকার ধনেপাতা ও ফুলকপি বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। এভাবে ক্ষুদ্র কৃষি করে তিনি ৭ সদস্যের পরিবার পরিচালনা করছেন। সংসারের আয় বলতে ওই কৃষি। জমি থেকে সবজি বিক্রি করে যা আয় হয় তা দিয়েই চলে সংসার। ৪ মেয়ে ১ ছেলেন মধ্যে বড় দুই মেয়েকে ভাল পরিবারে বিয়ে দিয়েছেন। বাকি দুই মেয়ে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া করছে। ছেলেটি অল্প লেখাপড়ার পর বাবার কৃষিতে সহায়তা করছেন। কৃষি কর্মকর্তাদের কাছে পরামর্শ নিয়ে তিনি ফুলকপি, বাধাকপি, ধনেপাতা, লাউ, টমেটোসহ মৌসুমি সবজি আবাদ করছেন। এসব সবজির চাহিদা বাজারে বেশি থাকায় ভাল মূল্য জোটে। ওমর আলীর দেখাদেখি ওই এলাকার আরও অনেক চাষী আধুনিক পদ্ধতিতে চাষাবাদে এগিয়ে এসেছেন। ওমর আলী জমিতে ফসল ফলিয়ে নিজের ভাগ্য বদলেছেন। জেলার কৃষকদের কাছে ওমর আলী একজন সফল চাষী হিসেবে মডেলে পরিণত হয়েছেন। ওমর আলী বলেন, 'আমি গত মাসে ৭০ হাজার টাকার ধনেপাতা বিক্রি করেছি।আবার ফুলকপির সাথে ধনেপাতা আবাদ করেছি। এবারও ৭০ থেকে ৮০ হাজার টাকার ধনেপাতা ওফুলকপি বিক্রি করতে পারবো। আমি ক্ষুদ্র আকারে মুরগীর খামার গড়ে তুলেছি। একটি মাহেদ্র ট্রাক্টর কিনেছি। আমার মতো আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করলে ক্ষুদ্র চাষীরা উন্নতি করতে পারবেন।' এআর
No comments:
Post a Comment