Wednesday, November 26, 2014

আজই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ:RTNN

আজই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ খেলা প্রতিবেদক আরটিএনএন ঢাকা: রবিবার চট্টগ্রামে সফরকারী জিম্বাবুয়েকে পর পর দুই ম্যাচে হারানোর পর এবার সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের। সেই লক্ষেই আজ বুধবার দিবা-রাত্রির ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হতে যাচ্ছে টাইগাররা। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে চট্টগ্রামের মতই এক ঘন্টা আগে। অর্থাৎ স্থানীয় সময় দুপুর সাড়ে ১
২টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি স্যাটালোইট টেলিভিশন চ্যানেল গাজী টিভি। এই সিরিজে বাংলাদেশ দলের প্রধান লক্ষ্য থাকবে দুই ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করা। কারণ চট্টগ্রামের প্রথম দুই ম্যাচ থেকেই সেই রশদ সঙ্গে নিয়ে এসেছে টাইগাররা। সিরিজের প্রথম দু’টি ম্যাচ পর পর জয়ের মাধ্যমে চট্টগ্রাম থেকেই টাইগাররা নিয়ে এসেছে সিরিজ জয়ের অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস। এখন সেটিকে শানিত করার আনুষ্ঠানিকতা। বুধবারের ম্যাচ জয় করতে পারলেই টাইগাররা দুই ম্যাচ হাতে রেখে নিশ্চিত করবে সিরিজ। এরপর তারা ঝাঁপিয়ে পড়বে সফরকারীদের হোয়াইট ওয়াশ করার মিশনে। যেটি আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে মনোবল বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের জন্য র্যাং কিংয়ে এগিয়ে যাবার পথটি সুগম হবে। তবে সহজেই আত্মতৃপ্তিতে ভুগতে নারাজ টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রত্যেকটা ম্যাচই নতুন ম্যাচ। সবকিছুই নতুন করে শুরু করতে হবে, প্রথম থেকেই ভাল খেলতে হবে। অবশ্যই নতুনভাবে শুরু করতে হবে। কারণ দুই দিনের একটা গ্যাপ গিয়েছে। আবার নতুন একটা ম্যাচ এসেছে, গুরুত্বসহকারে নিতে হবে। সবকিছু মিলিয়ে ঢাকার মাঠে টাইগাররা ধারবাহিকতা রক্ষা করবে বলেই প্রত্যাশা এ দেশের অগনিত ক্রিকেট অনুরাগীর। ইতোমধ্যে স্বাগতিক স্কোয়াডে একটি পরিবর্তনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মন্তব্য pay per click    

No comments:

Post a Comment