আ.লীগ তাঁবেদার, দেশের শত্রু: মির্জা ফখরুল নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের জন্য সংগ্রামী আওয়ামী লীগ এখন অন্যের তাঁবেদার। ক্রমেই তারা দেশের শত্রুতে পরিণত হচ্ছে। তিনি বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ন্যাপ (ভাসানী) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ মওলান
া ভাসানীকে নির্যাতন করেছে, এমনকি নিয়মিত প্রহার করেছে। এজন্যই সেখান থেকে বের হয়ে তিনি নতুন দল গঠন করেন।’ তিনি বলেন, মওলানা শুধু বাংলাদেশের নন, তিনি ভারতীয়সহ আফ্রো-এশিয়ার নেতা ছিলেন। ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের যে দেশেই তিনি গেছেন, সেসব দেশ তাকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছে।’ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মওলানাকে পিতার মত শ্রদ্ধা করতেন জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ আজ বড় বড় কথা বলছে। অথচ তারা তাদের প্রতিষ্ঠাতাকে ভুলে গেছে। কিন্তু জিয়াউর রহমান সব সময় মওলানার কাছ থেকে পরামর্শ নিয়ে রাজনীতি করেছেন।’ আওয়ামী লীগকে দেশের শত্রু আখ্যা দিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশকে পরনির্ভরশীলতা থেকে যারা বের করে আনার জন্য সংগ্রাম করছেন, আওয়ামী লীগ পদে পদে তাদের হেনস্তা করছে।’ এ দেশের মানুষ একনায়কতন্ত্র মেনে নেবে না জানিয়ে বিএনপির মুখপাত্র বলেন, ‘এদেশের জনগণ তাদের ওপর চাপিয়ে দেওয়া একনায়কতন্ত্র কোনো দিনই মেনে নেয়নি, নিবেও না।’ তিনি বলেন, ‘আগে পিতা গণতন্ত্রের ওপর একনায়কতন্ত্র চাপিয়ে দিয়েছিলেন। এখন তার কন্যা শেখ হাসিনা দেশের জনগণের ওপর একনায়কতন্ত্র চাপিয়ে দিতে চেষ্টা করছেন। এদেশের জনগণ পিতার মতই তাকে উচিত শিক্ষা দেবে।’ আলোচিত ১/১১ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় জানিয়ে মির্জা ফখরুল বলেন, ১/১১’র ঘটনা বিচ্ছিন্ন নয়, পূর্বপরিকল্পিত। এ ঘটনার মাধ্যমে দেশের ক্ষমতা আঁকড়ে রাখার ষড়যন্ত্র হয়েছিল। ৫ জানুয়ারি একতরফা নির্বাচনের সমালোচনা করে তিনি বলেন, ‘নির্বাচিত আসনের মানুষ তাদের এমপি কে তাই জানে না। ওটা কোনো নির্বাচন হয়নি। কেউ সে নির্বাচনে ভোট দেয়নি। কেউই এ নির্বাচনে সমর্থন দেয়নি।’ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপের (ভাসানী) সভাপতি অ্যাডভোকেট আজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ। মন্তব্য pay per click
No comments:
Post a Comment