Monday, November 24, 2014

লতিফের অবস্থান নিয়ে ধূম্রজাল:RTNN

লতিফের অবস্থান নিয়ে ধূম্রজাল নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: আচমকা দেশে ফিরে আলোচনার কেন্দ্রে আসা ইসলাম বিরোধী বক্তব্যের জন্য বিতর্কিত সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর অবস্থান নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। একদিকে তার মাথায় রয়েছে বেশ কয়েকটি মামলার সূত্রে গ্রেপ্তারি পরোয়ানা। অন্য দিকে নিজ দল ও সরকারের অবস্থানও তার বিরুদ্ধে। রয়েছে বিভিন্ন মহলের ব্যাপক প্রতিক্রিয়া। বিভিন্ন মহলের তীব্র সমালোচনা
ও বিরূপ প্রতিক্রিয়ার পাশাপাশি তাকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সোচ্চার রয়েছে ইসলামপন্থি দলগুলো। এমতাবস্থায় সোমবার সকালে আগাম জামিন নিতে তিনি হাইকোর্টে উপস্থিত হন বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন তার আইনজীবী নূরুল ইসলাম সুজন। আইনজীবীর পক্ষ থেকে সকালে বলা হয়েছিল, আবদুল লতিফ সিদ্দিকী জামিন নিতে হাইকোর্টে এসেছেন। তিনি কোন কক্ষে অবস্থান করছিলেন তা অবশ্য জানাননি তিনি। তবে এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের কিছুক্ষণের মধ্যেই লতিফ সিদ্দিকীর হাইকোর্টে উপস্থিত হওয়ার ব্যাপারটি অস্বীকার করেন ওই আইনজীবী। এ বিষয়ে তিনি কিছু জানেন না এবং গণমাধ্যম নিজ দায়িত্বেই সংবাদ প্রকাশ করেছে বলে জানান। এদিকে সকাল থেকেই গুঞ্জন ছিল লতিফ সিদ্দিকী হাইকোর্টে জামিন নিতে আসছেন। রবিবার রাতে আচমকা দেশে আসার পর তাকে গ্রেপ্তার না করায় লতিফ সিদ্দিকী আগাম জামিন চাইতে পারেন না আত্মসমর্পণ করতে পারেন এমন আলোচনাও ছিল। তবে আদালতে আসা নিয়ে আইনজীবীর দু’রকম বক্তব্যে আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা লতিফ সিদ্দিকীর অবস্থান নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। নিউ ইয়র্কে পবিত্র হজ, মহানবী সা. ও তাবলিগ জামাত নিয়ে বিতর্কিত মন্তব্য করে দেশের ধর্মপ্রাণ মানুষের মনে আঘাত দেয়ায় দেশের বিভিন্ন জেলায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও সমন জারি করা হয়েছে। তবে পরোয়ানা মাথায় নিয়ে তিনি রবিবার দেশে আসলেও তাকে বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়নি। আলোচনা রয়েছে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের চোখের সামনেই তিনি বিমানবন্দর ত্যাগ করেন। এদিকে লতিফ সিদ্দিকী নিরাপদে দেশে ফেরায় ক্ষুব্ধ দেশের ইসলামী দল ও সংগঠনগুলো। এসব সংগঠনের পক্ষ থেকে তাকে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে। সোমাবর বাদ যোহর বায়তুল মোকারম মসজিদ এলাকায় হেফাজতে ইসলাম ঢাকা মহানগর ও আজিমপুরে ইসলামী ঐক্যজোটের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। মন্তব্য pay per click নিজস্ব প্রতিনিধিআরটিএনএনহাটহাজারী (চট্টগ্রাম): আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা না হলে ঢাকা ঘেরাও এবং লাগাতার হরতালের . . . বিস্তারিত নিজস্ব প্রতিবেদকআরটিএনএনঢাকা: সরকারের দুর্নীতি আর ভুলনীতিকে গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির পেছনের কারণ হিসেবে দেখছেন জ্বালা . . . বিস্তারিত    

No comments:

Post a Comment