Monday, May 4, 2015

হাজারীবাগে জানাজা শেষে আজিমপুরে পিন্টুর দাফন:আরটিএনএন

হাজারীবাগে জানাজা শেষে আজিমপুরে পিন্টুর দাফন নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: নয়াপল্টনে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর জানাজা শেষে কফিন হাজারীবাগে নিজের বাসায় নেয়া হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সোমবার বাদ আছর হাজারীবাগে লেদার টেকনোলজি কলেজ মাঠে তৃতীয় ও শেষ জানাজার পর পিন্টুকে আজিমপুর কবরস্থানে তার বাবার কবরে দাফন করা হবে। সোমবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্
যালয়ের সামনে কয়েক হাজার নেতাকর্মী নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর জানাজায় অংশ নেন। জানাজা উপলক্ষে নয়াপল্টন সড়কের এক পাশের সড়ক যান চলাচল পুলিশ বন্ধ করে দেয়। জানাজার নামাজের আগে পিন্টুর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। সকাল ১১টা ৩৫ মিনিটে নয়াপল্টনে কেন্দ্রীয় কাযার্লয়ে রাখা তার কফিনে দলের চেয়ারপারসন খালেদা জিয়া জ্যেষ্ঠ নেতাদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজ হাতে দলের পতাকা দিয়ে তার কফিন ঢেকে দেন এবং নেতাকর্মীদের নিয়ে মোনাজাত করেন। খালেদা জিয়ার শ্রদ্ধা নিবেদনের পর মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অপর্ণ করা হয়। শ্রদ্ধা নিবেদনের পর কাযার্লযের সামনে পিন্টুর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে দলের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে মওদুদ আহমদ, আসম হান্নান শাহ, জমিরউদ্দিন সরকার, আহমেদ আজম খান, মোহাম্মদ শাহজাহান, ফজুলল হক মিলন, আসাদুজ্জামান রিপন, মাসুদ আহমেদ তালুকদার, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, ইশতিয়াক আজিজ উলফাত, আনোয়ার হোসেন, এমএ মালেক, আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহিন, হাবিব উন নবী খান সোহেল প্রমুখ অংশ নেন। আর মহিলা দলের নূরে আরা সাফা, শিরিন সুলতানা, মির্জা আববাসের স্ত্রী আফরোজা আব্বাস প্রমুখ খালেদা জিয়ার সঙ্গে শ্রদ্ধা নিবেদনে অংশ নেন। মন্তব্য      

No comments:

Post a Comment