সিডনি: বলের দ্বারা গুরুতর আঘাতপ্রাপ্ত অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিলিপ হিউজ মারা গেছেন। অস্ট্রেলিয়ান ক্রিকেট সংস্থার এক কর্মকর্তা টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। গত মঙ্গলবার ঘরোয়া একটি ক্রিকেট ম্যাচে বাউন্স বলের আঘাতে মাথায় গুরুতর জখমের শিকার হন ফিলিপ হিউজ। এরপরই থাকে এয়ার এম্বুলেন্সে করে সিডনি হাসপাতালে ভর্তি করা হয়। তাকে সেখানে ইমার্জেন্সি সার্জারিতে রাখা হয়। খেলার সময়টাতে মাথায় হেলম্যাট পড়া ছিল
হিউজের। কিন্তু একটি শর্ট পিচ ডেলিভারি বল তার মাথা বরাবর হেলমেট দিয়ে ভেতরে ঢুকে যায়। আর তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আহত হবার পরই মাঠে তাকে চিকিৎসা দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এরপরই তাকে হেলিকপ্টারে করে পাশের সেন্ট ভিনসেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের মুখপাত্র ডেভিড ফেক্টর জানান, “খুব সংকটময় অবস্থার মধ্যে হিউজকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।তাকে সার্জারিতে চিকিৎসার জন্য স্কেন করা হয়েছিল।” মঙ্গলবারই হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, “হিউজকে সার্জারির বাইরে রাখা হয়েছে। তাকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে।”-আল-জাজিরা। নতুন বার্তা/জিএস/জিহ
No comments:
Post a Comment