পদত্যাগ প্রত্যাহারের চিন্তা সেপ ব্লাটারের খেলা ডেস্ক আরটিএনএন ঢাকা: ফিফার বিতর্কিত সভাপতি সেপ ব্লাটার তার পদত্যাগপত্র প্রত্যাহার করে নিয়ে আবার স্বপদে বহাল থাকার ঘোষণা দিতে পারেন বলে জানিয়েছে সুইজারল্যান্ডের একটি পত্রিকা। ব্লাটারের ঘনিষ্ঠ সূত্রকে উদ্বৃত রবিবার ‘স্কেউইজ অ্যাম সানটাগ’ পত্রিকা জানায়, আফ্রিকা ও এশিয়ান ফুটবল সংগঠনগুলোর কাছ থেকে স্বপদে বহাল থাকার জন্য ‘অনুরোধ’ পেয়েছেন ব্লাটার। দুই
সপ্তাহ আগে নাটকীয়ভাবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধানের পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন ব্লাটার। সূত্র জানায়, আফ্রিকা ও এশিয়ার সমর্থন পেয়ে ব্লাটার নিজেকে ‘গর্বিত’ মনে করছেন এবং তাদের ‘অনুরোধ’ রাখার বিষয়টি নাকচ করে দেননি। এ ব্যাপারে ফিফাকে ইমেইল করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি। দুর্নীতির তদন্তের মধ্যে ব্লাটার গত ২ জুন পদত্যাগের ঘোষণা দেন। ১৯৯৮ সাল থেকে তিনি ফিফার সভাপতি দায়িত্ব পালন করে আসছেন। সূত্র: ডেইলি মেইল মন্তব্য
No comments:
Post a Comment