Sunday, June 14, 2015

এক বছরে ২৭০০ জঙ্গি হত্যার দাবি পাক সেনাবাহিনীর:আরটিএনএন

এক বছরে ২৭০০ জঙ্গি হত্যার দাবি পাক সেনাবাহিনীর আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন ইসলামাবাদ: পাকিস্তানী সেনাবাহিনী জানিয়েছে গত এক বছরে তাদের অভিযানে ২৭০০ এর বেশি জঙ্গি নিহত হয়েছে। সর্বশেষ শনিবারও উত্তর ওয়াজিরিস্তানে সামরিক অভিযানে ২০ জন মারা গেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। গত  বছরের জুনে উত্তর ওয়াজিরিস্তানে তালেবান জঙ্গিদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করে সেনাবাহিনী। অভিযানে ২,৭৬৩ জ
ঙ্গি নিহত এবং ৮৩৭টি জঙ্গি আস্তানা গুঁড়িয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন  পাক সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল অসিম বাজওয়া। এ সময়  ৩৪৭  সেনাসদস্য ও কর্মকর্তা নিহত হয়েছে বলে জানান অসিম। পাকিস্তান তার নিজ দেশের জঙ্গিদের দমনে বিমান হামলা, আর্টিলারি ও মর্টার ব্যবহার করছে। সূত্র: এএফপি মন্তব্য      

No comments:

Post a Comment