দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ কুষ্টিয়া করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ১১ জুন, ২০১৫ ০৯:২১:১৩ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের নাম কামরুজ্জামান (২৪) ও আলী হোসেন (২৬)। বুধবার সকালে উপজেলার চিলমারী সীমান্তের জিরো পয়েন্ট থেকে তাদের ধরে নিয়ে যায় ভারতের পশ্চিমবঙ্গের চরভদ্রা ক্যাম্পের বিএসএফ সদস্যরা। এ নিয়ে বর্ডার গার্ড বাংল
াদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও দুই বাংলাদেশিকে ফেরত দেয়নি বিএসএফ। বিজিবি ও এলাকাবাসী জানায়, দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গরুরা এলাকার নাহারুল ইসলামের ছেলে কামরুজ্জামান ও একই এলাকার গোলাম মোস্তফার ছেলে আলী হোসেন উপজেলার চিলমারী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালায়। এ সময় নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার চরভদ্রা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। এই ঘটনার পর প্রতিবাদ জানিয়ে ও আটককৃতদের ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়। এরপর দুপুরে এ নিয়ে দুদেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সীমান্তের ৮৫/১১ (আর) সীমানা পিলারের কাছে অনুষ্ঠিত এ পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৪৭ ব্যাটালিয়নের অধীনে চিলমারী বিজিবি ক্যাম্পের অধিনায়ক রাকিব হোসেন। বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন চরভদ্রা ক্যাম্প কমান্ডার সঞ্জয় ইয়াদব। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ওই দুই বাংলাদেশিকে আটক করে পশ্চিমবঙ্গের জেলহাজতে পাঠানো হয়েছে বলে এ পতাকা বৈঠকে বিএসএফ বিজিবিকে জানিয়েছে। বুধবার দিবাগত রাত ১০টা পর্যন্ত আটককৃতদের ফেরত আনা সম্ভব হয়নি। উল্লেখ্য, গত ৬ জুন উপজেলার রামকৃষ্ণপুর সীমান্ত থেকে পশ্চিমবঙ্গের জলঙ্গী ক্যাম্পের বিএসএফ সদস্যরা বিপ্লব হোসেন (২৭) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যায়। এ নিয়ে এক সপ্তাহে বিএসএফের হাতে তিন বাংলাদেশি আটক হয়েছে। এমকে
No comments:
Post a Comment