কার এজেন্ডা বাস্তবায়নে বি. চৌধুরী, প্রশ্ন জামায়াতের স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১২ জুন, ২০১৫ ২০:৫৬:২৮ শুক্রবার এক অনুষ্ঠানে বিকল্পধারা সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জামায়াত এই প্রতিবাদ জানায়। একই সঙ্গে প্রশ্ন তুলে জামায়াত বলেছে, ‘২০-দলীয় জোটের শরিক কোনো দলকে অপর দল
ের সঙ্গ ছাড়ার পরামর্শ প্রদান মূলত জোট ভাঙ্গারই পরামর্শ দান। এ পরামর্শ দিয়ে বি. চৌধুরী কার এজেন্ডা বাস্তবায়ন করতে চান?’ জামায়াতর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদের এই বিবৃতি গণমাধ্যমে পাঠিয়েছেন কেন্দ্রীয় প্রচার বিভাগের এম. আলম। এতে বলা হয়েছে, বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ‘জামায়াত ছাড়ার পরামর্শ’ শিরোনামে কয়েকটি অনলাইন পত্রিকায় শুক্রবার প্রকাশিত প্রতিবেদনের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। আমরা তার এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হামিদুর রহমান বলেন, ‘জনগণের ভোটাধিকার বহাল ও গণতন্ত্র পুনরুদ্ধারসহ জাতীয় প্রয়োজনে ২০-দলীয় জোট গঠিত হয়েছে। জামায়াতে ইসলামী এ জোটের একটি গুরুত্বপূর্ণ শরিক দল।’ তিনি বলেন, ‘জোটের শরিক সকল দলেরই নিজস্ব আদর্শ ও কর্মসূচি রয়েছে। কাজেই এখানে এক দলের ওপর অন্য দলের নির্ভরশীলতার প্রশ্ন সম্পূর্ণ অবান্তর। ২০-দলীয় জোট এক সঙ্গে কর্মসূচি ঘোষণা করছে এবং তা পালন করছে।’ এরপরই জামায়াতের সাবেক এই এমপি বলেন, ‘দেশের জনগণ ২০-দলীয় জোটের সঙ্গে রয়েছে। সুতরাং ২০-দলীয় জোটের শরিক কোনো দলকে অপর দলের সঙ্গ ছাড়ার পরামর্শ প্রদান মূলত জোট ভাঙ্গারই পরামর্শ দান। এ পরামর্শ দিয়ে বি. চৌধুরী কার এজেন্ডা বাস্তবায়ন করতে চান?’ এসএইচ
No comments:
Post a Comment