Thursday, June 11, 2015

ইরানের পরমাণু আলোচনায় ইসরাইলি ‘গোয়েন্দা ভাইরাস’:আরটিএনএন

ইরানের পরমাণু আলোচনায় ইসরাইলি ‘গোয়েন্দা ভাইরাস’ আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন ওয়াশিংটন: ইরানের পরমাণু আলোচনার জন্য সুইজারল্যান্ডের যে তিনটি লাক্সারি হোটেল ব্যবহৃত হয়েছে তাতে গোয়েন্দা ভাইরাস ছড়িয়ে দিয়েছিল ইহুদিবাদী ইসরাইলি গোয়েন্দারা। রাশিয়ার খ্যাতনামা সাইবারসিকিউরিটি ফার্ম ক্যাসপারস্কি দীর্ঘ অনুসন্ধান শেষে এই তথ্য নিশ্চিত করেছে বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। এটাকে ইসরা
ইলি গোয়েন্দা অভিযানে একটি অভিনব সংযোজন বলে মনে করা হচ্ছে। ক্যাসপারস্কির গবেষণাগার জেডএও দেখতে পায় এই তিনটি হোটেলের সফটওয়ারের নিরাপত্তা ব্যবস্থায় হানা দেয় ইসরাইলি বিশেষ ভাইরাস। হোটেল তিনটিতে গত এক বছর ধরে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও অপর পাঁচটি বিশ্বশক্তি। প্রতিবেদনে বলা হয়, সফটওয়্যার ব্যবস্থায় হানা দেয়ার ঘটনা নিশ্চিত হওয়ার জন্য হাজার হাজার হোটেলের সাইবার সিকিউরিটি পরীক্ষা করে দেখে ক্যাসপারস্কি এবং শুধু ওই তিনটি হোটেলে ‘দুকু’ নামের ভাইরাসের সন্ধান পায়। ইরানের পরমাণু আলোচনায় ইসরাইলকে কাছে ভিড়তে দেয়া হয়নি। দুকু ভাইরাস কম্পিউটারের তথ্য চুরি, আড়িপাতাসহ নানা কাজে পারদর্শী। ওই হোটেলগুলোর ফ্রন্ট ডেস্কের কম্পিউটারও হ্যাকড হয়।   ইরানের সাথে পরমাণু আলোচনা শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা প্রকাশ্যে বারবার ইসরাইলের বিরুদ্ধে গোয়েন্দাবৃত্তির অভিযোগ এনেছেন।  তবে ইসরাইল তা অস্বীকার করে আসছে। ২০১২ সালে ওবামা প্রশাসন গোপনে ইরানের সাথে আলোচনা শুরু করে। দুই বছর আলোচনা শেষে গত এপ্রিলে ইরানের সাথে প্রাথমিক চুক্তি হয় যার ভিত্তিতে ৩০ জুনের মধ্যে চূড়ান্ত চুক্তি হওয়ার কথা। আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ছাড়া আরো আছে ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানি। ইসরাইলকে আলোচনার বাইরে রাখার কড়া সমালোচনা করে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছিলেন,  ইরানের পরমাণু কর্মসূচিতে ‘যে দেশটি সবচেয়ে বেশি ঝুঁকিতে (ইসরাইল) তারা এই আলোচনার রুমে নেই।… আপনি যদি আলোচনার টেবিলে স্থান না পান তবে স্থান পাবেন মেনুতে।’ মন্তব্য      

No comments:

Post a Comment