বরখাস্তই থাকছেন রাজশাহীর মেয়র নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: রাজশাহীর মেয়র পদ থেকে বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুলের বরখাস্তের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ চেম্বার আদালতের এ আদেশ বহাল রাখেন। বুলবুলের বিরুদ্ধে পাঁচটি মামলায় বিচারিক আদালত অভিযোগপত্র গ্রহণ করায় গত ৭ মে তাকে রাজশাহী সিটি করপোর
েশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে বুলবুলের আবেদনের প্রেক্ষিতে গত ২৮ মে হাইকোর্টের একটি বেঞ্চ সাময়িক বরখাস্তের এ আদেশ স্থগিত করেন। পাশাপাশি স্থানীয় এ আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে চেম্বার বিচারপতির আদালত ৪ জুন হাইকোর্টের আদেশ স্থগিত করে শুনানির জন্য বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। বুলবুলের আইনজীবী আমিনুল হক হেলাল বলেন, ‘চেম্বার আদালতের স্থগিতাদেশ অব্যাহত রেখে আবেদনটি নিষ্পত্তি করে দিয়েছেন আপিল বিভাগ। এখন হাইকোর্টে মামলাটির শুনানি হবে।’ বুলবুলকে মেয়র পদ থেকে বরখাস্ত করে গত ৩১ মে ভারপ্রাপ্ত মেয়র পদে নিয়োগ দেন ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিজাম উল আযীমকে। রাজশাহী মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহীর মেয়রের নামে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ চন্দ্র সরকারকে হত্যা, পুলিশের ওপর হামলাসহ ১১টি মামলা রয়েছে। এর মধ্যে গত বছর ২৯ সেপ্টেম্বর পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ হত্যা মামলা ও গত ৪ ফেব্রুয়ারি বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ওপর হামলার ঘটনায় পুলিশ তার বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। পরে আরো তিনটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। মন্তব্য
No comments:
Post a Comment