Thursday, June 18, 2015

ইয়েমেনে মসজিদে আইএসের হামলা, নিহত ৩০:আরটিএনএন

ইয়েমেনে মসজিদে আইএসের হামলা, নিহত ৩০ আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন সানা: ইয়েমেনের সানায় মসজিদে সিরিজ বোমা হামলায় ৩০ জনের বেশি নিহত হয়েছে। হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। রমজানের প্রথম রোজা শুরুর আগের সন্ধ্যায় এই হামলার ঘটনাটি ঘটেছে। হামলার লক্ষ্য সানায় শিয়া সম্প্রদায়ের মসজিদ ও হুথি বিদ্রোহীদের রাজনৈতিক কার্যালয়। হামলার সময় মুসল্লিরা মসজিদে সন্ধ্যার নামাজ পড়ছিলেন। প্রত্যক্
ষদর্শীরা বলছে, শহরের শিয়া অধ্যুষিত এলাকায় দুটি মসজিদে প্রথমে গাড়ি বোমা হামলা চালানো হয়। এরপর আরো বিস্ফোরণ হয় হুথি বিদ্রোহীদের রাজনৈতিক কার্যালয়ের আশপাশে। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি অনেকের মধ্যে দুটি শিশুকেও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেছেন। হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠি ইসলামিক স্টেট বলছে, এটা ছিল তাদের প্রতিশোধ। সানাসহ ইয়েমেনের বিশাল জায়গা এখন হুথি বিদ্রোহীদের দখলে রয়েছে। এই হামলা এমন সময় হলো যখন নির্বাসনে রয়েছে দেশটির সরকার। আর সেখানে সংঘাত বন্ধে সরকারের প্রতিনিধি এবং বিদ্রোহীরা জেনেভায় মিলিত হয়েছেন শান্তি আলোচনায়। সেই শান্তি আলোচনায় সামান্যতম সমঝোতাও হয়নি। তার মাঝেই এমন হামলার ঘটনা পরিস্থিতিকে আরো সংঘাতময় করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: বিবিসি মন্তব্য নিউজ ডেস্কআরটিএনএনঢাকা: ইরাক দিয়ে শুরু। এরপর সিরিয়া। তারপর? কোন দিকে এগোবে স্বঘোষিত ইসলামিক স্টেট-আইএস?ইরাক এবং সিরিয়া . . . বিস্তারিত আন্তর্জাতিক ডেস্কআরটিএনএনকায়রো: গুপ্তচরবৃত্তির মামলায় মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছে . . . বিস্তারিত            

No comments:

Post a Comment