‘বদচরিত্রের ছেলেমেয়ে দেখলে খাম্বার সঙ্গে বেঁধে রাখবেন’ নিজস্ব প্রতিনিধি আরটিএনএন নারায়ণগঞ্জ: রাস্তাঘাটে ‘বদচরিত্রের ছেলেমেয়েদের’ দেখলে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখার নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান। বুধবার নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন। জেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, পরিবহন মালিক
শ্রমিক সংগঠন, জনপ্রতিনিধি ও পুলিশ কর্মকর্তারা এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। সেলিম ওসমান বলেন, ‘বদচরিত্রের ছেলেমেয়ে রাস্তাঘাটে যদি ধরা পড়ে একেবারে তারের খাম্বার সঙ্গে বেঁধে রাখবেন। ওরে খাওন দিবেন। পরন দিবেন। সবই দিবেন। ঈদ যেন তারের খাম্বার সঙ্গে করে। ওর পিছমোড়া বাঁধ দিবেন।’ এ সময় তিনি বলেন, ‘আর একটা সন্ত্রাসী ধরেন আর ঝুলাইয়া রাইখা দেন, হাত-পা বেঁধে। এটা জনগণকে করতে হবে। এটা পুলিশ করলে দোষ হবে।’ সভায় বাংলাদেশ নিট পোশাক উৎপাদক ও রপ্তানিকারকদের সমিতি-বিকেএমইএ’র সভাপতি সেলিম ওসমান বলেন, পোশাকশিল্পের শ্রমিকদের বেতন বোনাস ঈদের আগেই দেয়া হবে যাতে তারা ঈদের কেনাকাটা করার সময় পান। তিনি বলেন, ‘কোথাও যেন এই রোজার মাসে অরাজকতা সৃষ্টি না হয়। কোনো কারখানা পুরো বোনাস দেয়, কোনো কারখানা অর্ধেক বোনাস দেয়। এটা মালিক-শ্রমিকের রিলেশনের ব্যাপার। কিন্তু বখরার জন্য কেউ যেন শ্রমিকদের উস্কানি না দেন।’ মন্তব্য
No comments:
Post a Comment