Wednesday, May 20, 2015

ফয়েজ লেক থেকে ৫২ জন যুবক-যুবতী আটক:আরটিএনএন

ফয়েজ লেক থেকে ৫২ জন যুবক-যুবতী আটক নিজস্ব প্রতিনিধি আরটিএনএন চট্টগ্রাম: অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম নগরীর খুলশী থানার ফয়েস লেক এলাকার বিভিন্ন হোটেল ও গেস্ট হাউসে অভিযান চালিয়ে ৫২ জন যুবক-যুবতীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ৩২ জন যুবক ও ২০ জন যুবতী রয়েছেন। বুধবার ভোর পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত এ অভিযান পরিচালান করে খুলশী থানা পুলিশ। খুলশী থানার ওসি সুকান্ত চক্রবর্তী খবরের
সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ফয়েস লেক এলাকার বিভিন্ন হোটেল ও রেস্ট হাউসে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার খবর পেয়ে ভোরে একযোগে অভিযান পরিচালনা করা হয়।’ এ সময় হোটেল ও গেস্ট হাউস থেকে যাচাই-বাছাই শেষে ৫২ জন যুবক-যুবতীকে আটক করা হয়। এদের মধ্যে ৩২ জন যুবক ও ২০ জন যুবতী রয়েছে। তাদের সংশ্লিষ্ট ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি। মন্তব্য নিজস্ব প্রতিনিধিআরটিএনএনসিলেট: সিলেট নগরীর সওদাগরটুলায় তাবলিগ জামায়াতের আমির মো. ইব্রাহিম খলিলকে হত্যার লোমহর্ষক বর্ণনা . . . বিস্তারিত নিজস্ব প্রতিনিধিআরটিএনএনব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিটঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও স্থানীয় যুবলীগ নেতা . . . বিস্তারিত            

No comments:

Post a Comment