Monday, May 11, 2015

মোবাইল রিংটনে জাতীয় সংগীত অবৈধ:আরটিএনএন

মোবাইল রিংটনে জাতীয় সংগীত অবৈধ নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: মোবাইল ফোনের রিংটন হিসেবে জাতীয় সংগীত ব্যবহার করা যাবে না মর্মে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। সোমবার দুপুরে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেয়। তবে এ বিষয়ে গ্রামীণফোন, বাংলালিংক ও একটেল (পরবর্তীতে রবি) ফোন কোম্পানিকে ৫০ লাখ করে টাকা করে হাইকোর্টের জরিমানা কমিয়ে ৩০ লাখ টাকা জমা দিত
ে বলেছে আদালত। এর আগে হাইকোর্ট তার রায়ে বলেছিল, গ্রামীণফোন তাদের অনুদানের টাকা লিভার ইনস্টিটিউড, বাংলালিংক মোবাইল ফোন ন্যাশনাল ইনস্টিটিউড অব কিডনি ডিজিজ অ্যান্ড হসপিটাল ও রবি জমা দেবে ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটালে জামা দেবে। মন্তব্য      

No comments:

Post a Comment