নির্বাচন নিয়ে বিদেশিরা আনুষ্ঠানিক প্রশ্ন তোলেনি: শাহরিয়ার নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: সম্প্রতি অনুষ্ঠিত তিন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে এখন পর্যন্ত আন্তর্জাতিক কোনো পক্ষের কাছ থেকে কোনো ধরনের আনুষ্ঠানিক প্রশ্ন উঠেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এমন দাবি করেন। থাইল্যান্ডে বাংলাদেশি উদ্ধারের বিষয়ে আয়োজিত এ ব্রিফিং
য়ে প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে স্থল সীমান্ত চুক্তি ও সম্প্রতি হয়ে যাওয়া সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কূটনীতিকদের উদ্বেগের বিষয়েও কথা বলেন। এক প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম বলেন, ‘নির্বাচন ভালো হয়েছে। অনিয়মের যে অভিযোগ উঠেছে তা একেবারেই নগন্য। এছাড়া নির্বাচন কমিশন সাড়ে চার ভাগ ভোট বাতিল করেছে। এ বিষয়ে কূটনীতিকদের পক্ষ থেকে কোনো প্রশ্ন আসলে সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা দেয়া হবে।’ ভারতের সঙ্গে স্থল-সীমন্ত চুক্তির বিষয়ে তিনি বলেন, চুক্তি বাস্তবায়নে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কারণে কোনো ধরনের পরিবর্তন বা প্রস্তাবনা আসলে তা বাংলাদেশ বিবেচনা করবে। এখন পর্যন্ত কোনো ধরনের প্রস্তাবনা পাওয়া যায়নি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘মুজিব-ইন্দিরা চুক্তি ও সম্প্রতি যে প্রটোকল সই হয়েছে তা এখন পর্যন্ত বলবৎ আছে।’ অভিজিৎ হত্যাকাণ্ডে আলকায়েদার দায় স্বীকারের বিষয়ে তিনি বলেন, ‘এতোদিন পরে ভীতি সঞ্চারের জন্য এটি করা হতে পারে। এছাড়া কিছু দিন আগে আল কায়েদা প্রধান জাওয়াহিরির যে ভিডিও প্রকাশ হয়েছিল এর কোনো সত্যতা পাওয়া যায়নি।’ শাহরিয়ার আলম বলেন, থাইল্যান্ডের উদ্ধার হওয়া বাংলাদেশিকে আশ্রয়কেন্দ্রে রাখার অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ দূতাবাস যোগাযোগ রাখছে। মন্ত্রণালয় সার্বিক বিষয় তদারকি করছে। মন্তব্য
No comments:
Post a Comment