ইয়েমেনের সা’দা প্রদেশে সৌদি গণহত্যা ইন্টারন্যাশনাল ডেস্ক টাইম নিউজ বিডি, ১০ মে, ২০১৫ ০৯:২৯:৩১ ইয়েমেনের সা’দা ও হাজ্জা প্রদেশে ব্যাপক গণহত্যা চালাচ্ছে সৌদি আরব। শনিবার সকাল থেকে উত্তরাঞ্চলীয় সা’দা প্রদেশের মারান এলাকাতেই অন্তত ১৬ দফা বিমান হামলা চালানো হয়েছে। এছাড়া সর্বমোট ১৩০ বার বিমান হামলা করা হয়েছে বলে জানিয়েছে জাতি সংঘ। জাতি সংঘ থেকে বলা হয়েছে, সৌদি আরব আন্তর্জাতিক মানবাধিকার আইন লংঘন করেছে। এ
র ফলে অন্তত ছয়টি বাড়ী ধ্বংস হয়ে গেছে। এছাড়া আল-হাসামা, আল-মিনজালা ও আল-মাকাব এলাকায় অন্তত ৮০টি এবং রাজাহ এলাকায় ২৭টি ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপ করা হয়েছে। সা’দার অধিবাসীরা জানিয়েছেন, সৌদি আরবের বোমা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে মনে হচ্ছে সা’দা প্রদেশে প্রচণ্ড ভূমিকম্প আঘাত হেনেছে। এছাড়া এই এলাকার বাসিন্দারা অন্য এলাকায় পালিয়ে যাচ্ছে সৌদি বিমান হামলা থেকে বাঁচার জন্য। একটি বাজারে বোমা বর্ষণের ফলে বহু বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে বলে জানা গেছে। সা’দা আন্তর্জাতিক বিমান বন্দরেরও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এর ফলে বিমান বন্দরটির একটি রানওয়ে ধ্বংস হয়েছে। সানা বিমান বন্দর কর্তৃপক্ষ যখন বিদেশি মানবিক সাহায্য গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছিল তখনি সেখানে হামলা হলো। হাজ্জা প্রদেশেও ব্যাপক হামলা চালিয়েছে সৌদি আরব। ওই প্রদেশে অন্তত ছয় বার বোমাবর্ষণ করেছে আগ্রাসী বাহিনী। ইয়েমেনের সা’দা প্রদেশে টানা ২৪ ঘন্টা বোমাবর্ষণ করা হবে বলে এর আগেই সৌদি সেনা মুখপাত্র আহমাদ আল আসিরি ঘোষণা করেছিলেন। ইয়েমেনের জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহর প্রভাবশালী নেতা মোহাম্মাদ আল-বাখিতি বলেছেন, সৌদি আরব সা’দা প্রদেশে প্রকাশ্যে গণহত্যা চালাচ্ছে। শহর-গ্রাম ও বাজার-ঘাটসহ সর্বত্রই ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে বলে তিনি জানান। বিবিসি, আল জাজিরা ইআর
No comments:
Post a Comment