Tuesday, May 26, 2015

নিরাপদ খাদ্যে ভ্রাম্যমাণ আদালত:টাইমনিউজ

নিরাপদ খাদ্যে ভ্রাম্যমাণ আদালত স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ২৬ মে, ২০১৫ ১৫:৪৮:৪২ খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম জালেছেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দুই একদিনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভ্রাম্যমাণ আদালতের প্রজ্ঞাপন জারি করা হবে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান। খাদ্যমন্ত্রী বলেন, “নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং ‘বিশুদ্ধ খাদ্য আদালত’ গঠন
করা হবে। দেশের বিভিন্ন আদালতকে নিরাপদ খাদ্য আদালতের দায়িত্ব দেওয়া হবে।” এর আগে মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। কামরুল ইসলাম বলেন, ‘আমরা খাদ্য নিরাপত্তা আইন করেছি। এই আইনের কার্যক্রম শুরু হয়েছে। এ বিষয় নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি সন্তোষ প্রকাশ করেছেন।’ মন্ত্রী আরো বলেন, ‘খাদ্য নিরাপত্তা নিয়ে আমাদের সঙ্গে কাজ করার চায় ইউএসএআইডি। নিরাপদ খাদ্যেও সহযোগিতা করবে ইউএসএআইডি।’ এমকে

No comments:

Post a Comment