Monday, May 11, 2015

রিমান্ড শেষে ফের কারাগারে মান্নান:টাইমনিউজ

রিমান্ড শেষে ফের কারাগারে মান্নান গাজীপুর করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ১১ মে, ২০১৫ ১৬:৩৪:৩৪ একদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এমএ মান্নানকে ফের কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। রিমান্ড শেষে সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করলে বিচারক জেলহাজতে পাঠানোর আদেশ দেন। গাজীপুর আদালতের ইন্সপেক্টর মো. রবিউল ইসলাম জানান, গত বছর ৫ নভেম্বর গাজীপ
ুর মহানগরের মালেকেরবাড়ি এলাকায় একটি প্রাইভেট কার এবং একটি কাভার্ডভ্যান ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গত বুধবার আদালত অধ্যাপক এমএ মান্নানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে গত রোববার তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে জয়দেবপুর থানা পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুরে তাকে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারজানা খানের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে ওই আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এ পাঠানো হয়। মেয়র মান্নানের আইনজীবী মঞ্জুর মোর্শেদ প্রিন্স জানান, আমরা জামিনের আবেদন করি। শুনানি শেষে বিচারক জমিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি আরো জানান, মেয়র মান্নানের বিরুদ্ধে জয়দেবপুর, শ্রীপুর ও কালিয়াকৈর থানায় আরো ৬টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ৩টিতে তিনি জামিনে রয়েছেন। এ ছাড়া ২৭ ডিসেম্বর বিএনপির ডাকা হরতাল চলাকালে সিটি করপোরেশনের বড়বাড়ি এলাকায় সাংবাদিক বহনকারী একটি মাইক্রোবাস এবং একটি লেগুনা ভাঙচুরের ঘটনায় এক সাংবাদিকের মামলায় চার্জশিট দাখিল করেছে পুলিশ। আগামী ১২ মে চার্জশিটটি শুনানির জন্য দিন ধার্য্য করেন আদালত। কেএইচ    

No comments:

Post a Comment