মৌলভীবাজার: জেলার শ্রীমঙ্গলে বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল চারটার দিকে কালাপুর এলাকায় শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে মিল্লাত নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি মৌলভীবাজারের কোনাগাঁও গ্রামে। অপর দুজনের পরিচয় পাওয়া যায়নি। শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) কে এম নজরুল জানান, শ্রীমঙ্গলগামী একটি দ্রুতগামী মিনিবাস বিপরীত দিক দিকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক মারা যান। চালকের দুই সঙ্গীকে সংকটাপন্ন অবস্থায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে। নতিুন বার্তা/মোআ
No comments:
Post a Comment