Monday, May 4, 2015

পিন্টুর প্রতি শ্রদ্ধা জানালেন খালেদা :নতুন বার্তা

ঢাকা: বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মরদেহে দলের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানালেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে যান খালেদা জিয়া। তার শ্রদ্ধা জানানো শেষে পৌনে ১১টার দিকে পিন্টুর জানাজা হয়। এর আগে সোমবার সকাল সাড়ে দশটায় পিন্টুর মরদেহ নয়াপল্টনে নেয়া হয়। পারিবারিক সূত্র জানায়, রাজশাহী থেকে সোমবার ভোর সাড়ে পাঁচটায় পুরান ঢাকার হাজারীবাগে মনেশ্বর রোডের পিন্টুর বা
সায় মরদেহ আনা হয়। নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জানাজা শেষে মরদেহ তাদের বাসার পাশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের মাঠে নেয়া হবে। সেখানে আরেকটি জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। হৃদরোগে আক্রান্ত হয়ে গত রোববার দুপুর সোয়া ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পিন্টু মৃত্যুবরণ করেন। তিনি বিডিআর বিদ্রোহ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তবে পরিবারের অভিযোগ পিন্টুকে হত্যা করা হয়েছে। সাবেক এই সংসদ সদস্যকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে দলের নেতাকর্মীরা সকাল দশটা থেকে নয়াপল্টনে আসতে শুরু করেছেন। নতুন বার্তা/কেএমআর

No comments:

Post a Comment