িক্রি হয়েছে। সবচেয়ে ব্যয়বহুল ভাস্কর্যের দিকে এটিও সব রেকর্ড ভেঙেছে। নিউইয়র্কে ক্রিস্টির নিলামে সোমবার পাবলো পিকাসোর তৈলচিত্র ‘দা উইমেন অব আলজিয়ার্স (ভার্সন জিরো)’ ১৭ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার ডলারে (প্রায় ১৪০০ কোটি টাকায়) বিক্রি হয়। এটি কেনার জন্য টেলিফোনে সাড়ে এগার মিনিট ক্রেতারা হুমকি খেয়ে পড়েন। এরপর যখন বিক্রি চূড়ান্ত হয় তখন ক্রিস্টির নিলাম রুমে প্রথমে নিস্তব্ধতা নেমে আসে, পরে যা হাসি ও কৌতূকে রূপ নেয়। ধারণা করা হয়েছিল এটি ১৪ কোটি ১০ লাখ ডলারে বিক্রি হতে পারে। ১৯৫৫ সালে পিকাসোর আঁকা এই চিত্রকর্মটি তার সেরা চিত্রকর্মের একটি যেটি ব্যক্তিগত মালিকানায় ছিল। এর আগে ব্রিটিশ চিত্রকর ফ্রান্সিস বেকনের ‘থ্রি স্টাডিজ অব লুসিয়ান ফ্রেউড’ চিত্রকর্মটি ক্রিস্টির নিলামে ২০১৩ সালে রেকর্ড ভেঙে ১৪ কোটি ২৪ লাখ ডলারে বিক্রি হয়। সূত্র: এএফপি মন্তব্য
Tuesday, May 12, 2015
রেকর্ড ভেঙে পিকাসোর চিত্রকর্ম ১৪০০ কোটি টাকায় বিক্রি:আরটিএনএন
িক্রি হয়েছে। সবচেয়ে ব্যয়বহুল ভাস্কর্যের দিকে এটিও সব রেকর্ড ভেঙেছে। নিউইয়র্কে ক্রিস্টির নিলামে সোমবার পাবলো পিকাসোর তৈলচিত্র ‘দা উইমেন অব আলজিয়ার্স (ভার্সন জিরো)’ ১৭ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার ডলারে (প্রায় ১৪০০ কোটি টাকায়) বিক্রি হয়। এটি কেনার জন্য টেলিফোনে সাড়ে এগার মিনিট ক্রেতারা হুমকি খেয়ে পড়েন। এরপর যখন বিক্রি চূড়ান্ত হয় তখন ক্রিস্টির নিলাম রুমে প্রথমে নিস্তব্ধতা নেমে আসে, পরে যা হাসি ও কৌতূকে রূপ নেয়। ধারণা করা হয়েছিল এটি ১৪ কোটি ১০ লাখ ডলারে বিক্রি হতে পারে। ১৯৫৫ সালে পিকাসোর আঁকা এই চিত্রকর্মটি তার সেরা চিত্রকর্মের একটি যেটি ব্যক্তিগত মালিকানায় ছিল। এর আগে ব্রিটিশ চিত্রকর ফ্রান্সিস বেকনের ‘থ্রি স্টাডিজ অব লুসিয়ান ফ্রেউড’ চিত্রকর্মটি ক্রিস্টির নিলামে ২০১৩ সালে রেকর্ড ভেঙে ১৪ কোটি ২৪ লাখ ডলারে বিক্রি হয়। সূত্র: এএফপি মন্তব্য
Labels:
আরটিএনএন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment