পারস্য উপসাগরে মার্কিন জঙ্গিবিমান বিধ্বস্ত আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন ওয়াশিংটন: মার্কিন সেনাবাহিনী বলেছে, পারস্য উপসাগরে আমেরিকার একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বিমানবাহী জাহাজ থেকে ওড়ার পরই বিমানটি বিধ্বস্ত হয়ে বলে জানানো হয়েছে। এফ/এ-১৮এফ সুপার হরনেট জঙ্গিবিমানটি মার্কিন বিমানবাহী জাহাজ ইউএসএস থিওডোর রুজভেল্ট থেকে মঙ্গলবার স্থানীয় সময় সাড়ে পাঁচটার দিকে আকাশে ওড়ে। এর পরপরই বিমানটি বিধ্বস্ত
হওয়ার কথা জানানো হয়। বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ তাৎক্ষণিকভাবে জানায়নি মার্কিন নৌবাহিনী। তবে এটি দুর্ঘটনায় বিধ্বস্ত হয়ে থাকতে পরে আভাস দিয়েছে। কোনো বৈরী তৎপরতায় বিমানটি ধ্বংস হয়নি বলে মার্কিন নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে। জঙ্গিবিমানটিতে দু’জন ক্রু ছিলেন এবং তাদেরকে দুর্ঘটনার পর পরই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করেছে মার্কিন নৌবাহিনী। সূত্র: আল আরাবিয়া মন্তব্য
No comments:
Post a Comment