Monday, May 18, 2015

নাসিমের সীমিত গণতন্ত্রের ব্যাখ্যা দাবি রিপনের :নতুন বার্তা

ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সীমিত গণতন্ত্রের পক্ষে দেয়া বক্তব্যের ব্যাখ্যা দাবি করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।  তিনি অভিযোগ করেছেন, উন্নয়নের নামে গণতন্ত্রের বিধি-বিধান ধ্বংসের চক্রান্ত করছে সরকার। সোমবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের মুখপাত্র মো.
নাসিমের বক্তব্যের প্রতিক্রিয়ায় আসাদুজ্জামান রিপন বলেন, “শেখ মুজিব যখন সব দল নিষিদ্ধ করে ও সব রাজনৈতিক অধিকার খর্ব করে দেশে একদলীয় বাকশাল কায়েম করেছিলেন, তখন নাসিমের পিতা ছিলেন সেই বাকশালের সাধারণ সম্পাদক। তাই নাসিমের গণতন্ত্র সীমিত বা একেবারেই না রাখা নিয়ে দেয়া বক্তব্যে আমরা বিস্মিত হই না।” রিপন বলেন, মো. নাসিম মালয়েশিয়া, মাহাথির মোহাম্মদ, সিঙ্গাপুরের উদাহরণ টেনেছেন। কিন্তু তাকে মনে রাখতে হবে  মাহাথির মোহাম্মদ কখনো দুর্নীতিপরায়ণ ছিলেন না।  অথচ বাংলাদেশের বর্তমান শাসকগোষ্ঠী গত ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় চেপে বসেছে। সরকার ইতিমধ্যেই গণতন্ত্রকে সংকুচিত করে ফেলেছে। উন্নয়নের কথা বলে তারা দেশে একদলীয় ফ্যাসিবাদের দিকে এগিয়ে চলছে। যেহেতু মো. নাসিম সরকারের দায়িত্বশীল পদে অধিষ্ঠিত ও ১৪ দলীয় মহাজোটের মুখপাত্র, তাই গণতন্ত্র সীমিত করার পক্ষে তার দেয়া বক্তব্যের আমরা সুব্যাখ্যা দাবি করছি।” রিপন আইয়ুবের শাসনামলের উদাহরণ টেনে বলেন, “পাকিস্তান আমলে আইয়ুবের শাসনামলে উন্নয়নের এক দশক বলে একটি বক্তব্য প্রচলিত ছিল। কিন্তু বাংলাদেশের মানুষ রক্ত-মাংসে স্বাধীন ও গণতন্ত্রপ্রিয়। আইয়ুবের উন্নয়নের গণতন্ত্র তারা মেনে নেয়নি। মেনে নিলে বাংলাদেশ স্বাধীন হতো না।” সালাহউদ্দিনকে ফিরিয়ে আনার আহ্বান সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে রিপন বলেন, “সালাহউদ্দিন আহমেদকে দেশে ফিরিয়ে আনতে ও বিদেশে চিকিৎসা দিতে আমরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছি। যেহেতু তার কাছে কোনো পাসপোর্ট নেই, সেহেতু এ ক্ষেত্রে অবশ্যই সরকারকে মানবিক হতে হবে। আমরা সরকারের সহযোগিতা প্রত্যাশা করি।” নতুন বার্তা/মোআ  

No comments:

Post a Comment