দুর্লভ এক চুনির দাম ২৩৬ কোটি টাকা আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন জেনেভা: নিলামে রেকর্ড দামে বিক্রি হলো একটি দুষ্প্রাপ্য বার্মিজ চুনি। ২৫.৫৯ ক্যারেটের রক্তগোলাপি চুনিটির দাম প্রায় তিন কোটি তিন লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২৩৬ কোটি টাকারও বেশি। মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় এ চুনিটির নিলাম অনুষ্ঠিত হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, ‘দ্য সানরাইজ রুবি’ নামের চুনিটি নিলামে বিক্র
ির আয়োজন করে নিলামকারী প্রতিষ্ঠান সদাবি’স। সদাবি’স জানায়, নিলামটি প্রতিযোগিতামূলক হয়েছে। টেলিফোনের মাধ্যমে দর হেঁকে অজ্ঞাত এক ব্যক্তি চুনিটি কিনে নিয়েছেন। কর্তৃপক্ষ বলছে, চুনিটি মিয়ানমারের। এটি এক কোটি ২০ লাখ থেকে এক কোটি ৮০ লাখ ডলারে বিক্রির প্রত্যাশা করা হচ্ছিল। কিন্তু তা প্রত্যাশার চেয়ে অনেক বেশি দামে বিক্রি হয়ে রেকর্ড সৃষ্টি করেছে। মন্তব্য
No comments:
Post a Comment