জনপ্রিয়তা যাঁচাইয়ে গণভোট দিন: হান্নান শাহ স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১০ মে, ২০১৫ ১৮:৩০:৪৮ নিজেদের জনপ্রিয়তা প্রমাণ করতে সরকারকে গণভোট দেয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ। তিনি বলেছেন, জনগন আপনাকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) চান এটা প্রমাণ করুন। রোববার সন্ধ্যা ৬টায় জাতীয় প্রেস ক্লাব অডিটরিয়াতে মে দিবস ও শ্রমিক দলের ৩৬তম প্রতিষ্ঠ
াবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হান্নান শাহ বলেন, আপনারা বলেন বিএনপির আন্দোলনের মুরোদ নেই। আমি বলবো যদি আপনাদের মুরোদ থাকে এক মাস, দুই মাস, তিন মাসের মধ্যে গণভোট দিয়ে দেখুন জনগণ আপনাদেরকে চায় কিনা। তিনি বলেন, এই সরকার ভোট ডাকাতি করতে গিয়ে দিন দুপুর ধরা পড়েছে। তাই এখন জনগণের সামনে মুখ দেখানোর সাহস পাচ্ছে না। সিটি নির্বাচন সব নির্বাচনকে পেছনে ফেল কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করেছে। এতেই প্রমাণিত হয় এই সরকারের অধীনে কখনোই সুষ্ঠ নির্বাচন হতে পারে না। তাই বিএনপি এই সরকার ও বর্তমান নির্বাচন কমিশনের অধীনে পরবর্তী কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না। নেতাকর্মীদের মুক্তি দাবি করে তিনি বলেন, বিচারকদের প্রতি অহি নাযিল করে আমাদের নেতাকর্মীদের জামিন আটকাবেন না। আমাদের আটককৃত নেতাকর্মীদের মুক্তি দিয়ে সংলাপের সুষ্ঠু পরিবেশ তৈরী করুন। অন্যথায় পরিণতি হবে ভয়াবহ। নেতকর্মীদেরকে উদ্দেশ্যে করে তিনি বলেন, আমরা প্রতিশোধ নয়, প্রতিরোধ গড়ে তুলবো। দ্রুত সময়ের মধ্যে সাংগঠনিক পূর্ণগঠন পক্রিয়া শেষ করে আবারো দেশ নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের ডাক দেয়া হবে। সেই আন্দোলনে শ্রমিক দলসহ বিএনপির নেতাকর্মীদেরকে আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে। বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মুত্যুর জন্য সরকারকে দায়ি করে হান্নান শাহ বলেন, তার সুচিকিৎসার ব্যবস্থা না করে সরকার এবং কারা কর্তৃপক্ষ তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এজন্য তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। বিএনপি নেতা সালাহ উদ্দিন ও ইলিয়াস আলীসহ নিখোঁজ নেতাকর্মীদের সন্ধান দাবি করে স্থায়ী কমিটির এই নেতা বলেন, আমার মনে হয় তারা কেউ বেঁচে নেই। তবে সালাহ উদ্দিন সাহেবের বেঁচে থাকার কতা শুনেছি। যদি তিনি বেঁচে থাকেন তাহলে তাকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিন। ডিজিটাল পদ্ধতিতে এই সরকারের সব অপকর্ত লিপিবদ্ধ রয়েছে দাবি করে তিনি বলেন, এসব অপকর্মেরও বিচার যথাসময়ে করা হবে। এই সরকার কতটা অমানবিক অগণতান্ত্রিক মিডিয়ার কল্যাণে সারা বিশ্ব তা দেখেছে। শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপির নেতা শাহ মো: আবু জাফর, শ্রমিক দলের নুরুল ইসলাম খান নাসিম প্রমূখ। এমএইচ
No comments:
Post a Comment