Saturday, May 23, 2015

এফবিসিসিআই পরিচালক নির্বাচনে ভোটগ্রহণ চলছে:আরটিএনএন

এফবিসিসিআই পরিচালক নির্বাচনে ভোটগ্রহণ চলছে নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এফবিসিসিআইয়ের পরিচালক নির্বাচনে (২০১৫-১৭) ভোটগ্রহণ চলছে। শনিবার সকাল ৯টায় মতিঝিল ফেডারেশন ভবনে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে অ্যাসোসিয়েশন ও চেম্বার থেকে ১৬ জন করে মোট ৩২ জন পরিচালক নির্বাচিত হবেন। এর বাইরে দেশের বিভিন্
ন গুরুত্বপূর্ণ চেম্বার ও অ্যাসোসিয়েশন থেকে আরও ২০ জন মনোনীত পরিচালকসহ ৫২ জনকে নিয়ে এফবিসিসিআইয়ের বোর্ড গঠিত হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে এফবিসিসিআই নির্বাচন বোর্ড। এবারের নির্বাচনে তিনটি প্যানেল অংশগ্রহণ করছে। এর মধ্যে নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান ও রাজশাহী চেম্বার থেকে মনোনীত পরিচালক আব্দুল মাতলুব আহমাদের নেতৃত্বাধীন উন্নয়ন পরিষদ প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। একমাত্র এ প্যানেলেই চেম্বার গ্রুপের ১৬ জন ও অ্যাসোসিয়েশন গ্রুপের ১৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে ফেডারেশনের বর্তমান প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলীর নেতৃত্বে স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ নামে একটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এ প্যানেলটি শুধু চেম্বার গ্রুপের ১৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়া মোয়াজ্জেম-এরতেজা-শাফকাত হায়দারের নেতৃত্বাধীন ব্যবসায়ী ঐক্য পরিষদ নামে একটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। প্যানেলটি শুধু অ্যাসোসিয়েশন গ্রুপের ১৬ জন প্রার্থী নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। সব মিলিয়ে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে মোট ৬৪ জন প্রার্থী ৩২টি পরিচালক পদের জন্য লড়ছেন। ২০১৫-১৭ সালের কার্যকরী পরিষদের নির্বাচনে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে মোট ২ হাজার ২০৬ জন ভোটার তাদের পছন্দের নেতা নির্বাচিত করবেন। দেশের মোট ৭৮টি চেম্বারের ৪৩৬ জন এবং ৩৫৭টি অ্যাসোসিয়েশন থেকে ১ হাজার ৭৭৪ জন ভোটার এবার ভোট দেবেন।   এর আগে বৃহস্পতিবার চেম্বার গ্রুপের পরিচালক পদপ্রার্থীদের নির্বাচন বোর্ডের পক্ষ থেকে পরিচয় করিয়ে দেওয়া হয়। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফ এতে সভাপতিত্ব করেন। এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদসহ নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য, পরিচালক প্রার্থী ও এফবিসিসিআইয়ের সদস্যরা এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অধ্যাপক আলী আশরাফ প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান। একই সঙ্গে আচরণবিধি ভঙ্গ করলে প্রার্থিতা বাতিলের মতো ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করেন। মন্তব্য      

No comments:

Post a Comment